টেস্টের পর ওয়ানডে সিরিজে যে বিশ্বরেকর্ডের অপেক্ষায় সাকিব

তবে সাকিব ফিরলেন ও রাজকীয়ভাবেই ফিরলেন। অধিনায়ক হিসেবে উইন্ডিজকে টেস্টে হোয়াইটওয়াশ করার পাশাপাশি অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ সেরার পুরস্কারও জিতে নেন তিনি। টেস্টের পর এক সপ্তাহ বিরতি দিয়ে ৯ই ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ উইন্ডিজ ওয়ানডে সিরিজ।
চোট কাটিয়ে এশিয়া কাপের পর ওয়ানডে দলে আবারো ফিরেছেন সাকিব। আর এই সিরিজে আরও একটি বিশ্বরেকর্ড গড়ার হাতছানি তার সামনে। টেস্ট সিরিজে দ্রুততম ৩০০০ রান ও ২০০ উইকেট পাওয়ার রেকর্ড গড়েন সাকিব। ৫৪ টেস্টে এই রেকর্ড অর্জন করার পথে লিজেন্ডারি অলরাউন্ডার ইয়ান বোথামকে পিছে ফেলেন সাকিব। এবার ওয়ানডে সিরিজেও এমন এক অর্জনের দুয়ারে অপেক্ষমান সময়ের অন্যতম সেরা এ অলরাউন্ডার।
ওয়ানডেতে ৫০০০ রান ও ২৫০ উইকেট আছে মাত্র ৪ জন খেলোয়াড়ের। তারা হচ্ছেন জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি, সনাথ জয়সুরিয়া ও আব্দুল রাজ্জাক। সাকিবের ওয়ানডেতে ৫০০০ রান হয়েছে অনেক আগেই। তবে ২৫০ উইকেট পূরণ হতে এখনো ৬টি উইকেট দরকার।
৬টি উইকেট পেলেই এই ক্লাবে পঞ্চম সদস্য হিসেবে প্রবেশ করবেন সাকিব। তবে শুধু প্রবেশই নয়, প্রায় নিশ্চিতভাবে বলা যায় দ্রুততম সদস্য হিসেবেই নাম লেখাতে যাচ্ছে এ অর্জনে। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তী ক্রিকেটার জ্যাক ক্যালিসের দরকার পড়েছিল ২৫৯ ম্যাচ এই ক্লাবে প্রবেশের জন্য। মাতারা হ্যারিকেন খ্যাত শ্রীলঙ্কান অলরাউন্ডার সনাথ জসুরিয়া এতালিকায় নাম লিখিয়েছিলেন ২৬৫ ম্যাচ। আর পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি ২৪৯ ম্যাচ ও তারই সতীর্থ আব্দুল রাজ্জাক এই ক্লাবে প্রবেশ করেন ২৫৮ ম্যাচে।
তাদের তুলনায় সাকিব ওয়ানডে খেলেছেন অনেক কম। তারকা এই অলরাউন্ডার এই পযর্ন্ত ১৯২টি ওয়ানডে খেলেছেন। অর্থাৎ তার দ্রুততম খেলোয়াড় হিসেবে এই ক্লাবে প্রবেশ করতে ৫৭ ওয়ানডেতে ৬টি উইকেট লাগবে। উইন্ডিজ সিরিজে ৩ ওয়ানডেতে ৬টি উইকেট পেয়ে গেলে দেশের মাটিতেই এই রেকর্ড গড়তে পারবেন সাকিব।
আসন্ন এ সিরিজে সাকিবের নিশ্চিতভাবে লক্ষ্য থাকবে আরও একটি। রেকর্ডের পাশাপাশি ওয়ানডে অলরাউন্ডার তালিকায় নিজের শীর্ষস্থানও ফিরে পেতে চাইবেন বাঁহাতি এ ক্রিকেটার। ইঞ্জুরির কারণে এশিয়া কাপের দুই ম্যাচ ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হয়নি তার। এর আগেও বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে যেই ম্যাচে ইনজুরিতে পড়েন সেই ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচও হাতছাড়া করেন তিনি। একের পর এক ম্যাচে দলের বাইরে থাকার মহড়ায় তাকে টপকে শীর্ষ ২ স্থান দখল করে নেয় আফগান দুই তারকা রশিদ খান ও মোহাম্মদ নবী।
বর্তমানে ৩৫৩ পয়েন্ট নিয়ে রশিদ খান অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ও নবী ৩৩৭ পয়েন্ট নিয়ে দবিতীয় অবস্থানে রয়েছেন। তাদের পরবর্তী স্থানে থাকা সাকিবের পয়েন্ট ৩৩২। ওয়ানডে সিরিজে ভালো করলে তাই তিনি সুযোগ পাচ্ছেন হারানো স্থান পুনরুদ্ধার করার।
নিশ্চিতভাবে বিশ্বরেকর্ডের পাশাপাশি ক্যারিবীয়ানদের বিপক্ষে এ অর্জনেও নজর থাকবে এই অলরাউন্ডারের
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভারত বনাম বাংলাদেশ: সম্ভাব্য একাদশ, পরিসংখ্যান ও সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচ
- শেষ হলো আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার ম্যাচ
- ব্রাজিল বনাম কলম্বিয়া: হাইভোল্টেজ লড়াইয়ের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
- ম্যাচ হারার পর মুস্তাফিজকে নেয়ার বিষয়ে যা বললেন কলকাতার অধিনায়ক রাহানে
- অ্যাম্বুলেন্স চালকের অছিলায় বাঁচলো তামিমের জীবন
- নেশনস লিগ: শেষ হলো ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- সেহরিতে যেসব খাবার আমাদের জন্য উপকার
- উরুগুয়ে বনাম আর্জেন্টিনা: লাইভ স্ট্রিম, টিভি, দলীয় খবর ও সেরা একাদশ
- শেয়ারবাজারের নতুন নিয়ম করলো বিএসইসি
- সেনাসদরের সাফ বক্তব্য: হাসনাতের "রাজনৈতিক ষড়যন্ত্র" সম্পর্কে স্পষ্টতা
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (২১ মার্চ ২০২৫)
- মুখ দিয়ে ফেনা, ছিল না পালস, মৃত্যুর মুখ থেকে যেভাবে ফিরে এলেন তামিম
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৯ মার্চ ২০২৫)
- তামিমের আজ এই অবস্থার জন্য দায়ি বিসিবি