ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

যে কারণে পরিবর্তন করা হয়েছে বাংলাদেশের ৩টি ম্যাচের সময়সূচি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৮ ২৩:৫৭:২৭
যে কারণে পরিবর্তন করা হয়েছে বাংলাদেশের ৩টি ম্যাচের সময়সূচি

ছয় ঋতুর বাংলাদেশে আবহাওয়া পরিবর্তন হয় কিছুদিন পরপরই। এই আবহাওয়া সংক্রান্ত জটিলতা প্রভাব পড়ে মাঠে খেলাতেও। এই যেমন কখনো তীব্র দাবদাহ তো কখনো বা শীতের কুয়াশা। তাইতো মৌসুমভেদে ম্যাচের সময়সূচীতে এসবকে কেন্দ্র করেই ঘটে সময় আগানো বা পেছানোর ঘটনা। কিছুদিন আগে জিম্বাবুয়ে সাথে টেস্ট ম্যাচ খেলতে নেমে পাঁচ দিনের টেস্টের শুরুর দিনটা সকাল সাড়ে ৯ টায় মাঠে নামলে আলোক স্বল্পতার জন্য শেষ করা যাচ্ছিলো না ৯০ ওভার।

এমন জটিলতার জন্যই পরে বাধ্য হয়ে দ্বিতীয় দিন থেকে আধা ঘণ্টা এগিয়ে এনে সকাল ৯ টায় শুরু করা হয় ম্যাচ। তবে উইন্ডিজের বিপক্ষে দিবারাত্রির ওয়ানডে সিরিজে ভয় থাকছে না আলো ফুরিয়ে যাবার। কিন্তু শীতকালে সন্ধ্যার পর যে শিশিরের রাজত্ব থাকে বেশ, ভাবাচ্ছে সেটাই। তাইতো বাধ্য হয়েই পরিবর্তন আনতে হলো উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময়তেও।

সাধারণত গরমের সময় দিবারাত্রির ম্যাচগুলো শুরু হয় বেলা আড়াইটায়। দুপুরের প্রচণ্ড রোদ ও গরম এড়াতেই মূলত এমন সময়ে হয় সে ম্যাচগুলো। কিন্তু শীতের মৌসুমে নেই রোদের উত্তাপ, আছে সন্ধ্যার পর শিশিরের দৌরাত্ম্য। যে কারণে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো প্রথমে বেলা দুইটায় শুরুর কথা থাকলেও, এগিয়ে আনা হয়েছে আরও এক ঘণ্টা। আর সেই সময় অনুযায়ী এখন শুরু হবে পরবর্তী ম্যাচগুলো।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ