ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে যে দল নিয়ে আজ মাঠে নামবে যুব টাইগাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৮ ২৩:৩৯:৩২
এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে যে দল নিয়ে আজ মাঠে নামবে যুব টাইগাররা

সেমিফাইনাল নিশ্চিত করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সোহানদের। এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। পাকিস্তান ছাড়াও বাংলাদেশের গ্রুপে আছে হংকং ও আরব আমিরাত।

নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে হেরেছিল টাইগাররা। আরব আমিরাত বাংলাদেশকে ৯৭ রানের বড় ব্যবধানে হারিয়েছিল। এরপর দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল।

তারা দ্বিতীয় ম্যাচে হংকংকে ২৮ রানের ব্যবধানে হারিয়েছে। মূলত মোসাদ্দেক হোসেনের দারুণ এক সেঞ্চুরির সাথে বোলারদের নৈপূণ্যে ম্যাচ জিতেছে বাংলাদেশ দল।

বি গ্রুপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান এখন ৩ নম্বরে। ২ পয়েন্ট নিয়ে এই অবস্থানে আছে তারা। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে ২ নম্বরে আরব আমিরাত। তারা নেট রান রেটে এগিয়ে থেকে বাংলাদেশের থেকে একধাপ এগিয়ে আছে।

ইমার্জিং কাপের স্কোয়াডঃ

কাজি নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত (সহ অধিনায়ক), নাজমুল হাসান শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, তানভির ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাইম হাসান, শরিফুল ইসলাম, কাজি অনিক ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও মোহর শেখ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ