ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

কোহলির উদযাপন নিয়ে কথার যুদ্ধে লক্ষ্মণ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৮ ২১:৩৮:৪৩
কোহলির উদযাপন নিয়ে কথার যুদ্ধে লক্ষ্মণ

দেশের হয়ে খেলার সময় উদযাপন আসবেই, সেটা নিয়ে অন্য কিছু ভাবার কিছু নেই। লক্ষ্মণের মতে, মাঠে ছেলেরা উদযাপন করবেই, তবে সেটা সীমা অতিক্রম না করলেই হল। এখানে আগ্রাসী মনোভাবের কিছু দেখছেন না ভারতীয় সাবেক এই ক্রিকেটার।

'আমার মনে হয় তাঁরা বিষয়টিকে ভুলভাবে নিয়েছে, অস্ট্রেলিয়ান কোচ এবং অস্ট্রেলিয়ান দল। যখন আপনি দেশের জন্য খেলবেন, আপনাকে গর্ব এবং আবেগের সাথে খেলতে হবে। আপনি সেখানে প্রতিপক্ষকে খুশি করতে খেলবেন না অথবা ছেলেদের ভালো হয়ে থাকতে বলবেন না।

'আপনাকে মাঠে সীমা বজায় রেখে আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। ভিরাটের উদযাপন সে রকমই ছিল কিন্তু জাস্টিন ল্যাঙ্গার বলছে মাঠে অতি আগ্রাসী ক্রিকেট খেলার কথা। এটা উদযাপন সম্পর্কে না বরং তা দলের অভিপ্রায় প্রকাশ ছিল। আপনার ইতিবাচক দিক, কিভাবে আপনি ব্যাট করছেন, কিভাবে আপনি ফিল্ডিং করছেন এবং কিভাবে উইকেট নিচ্ছেন।'

ল্যাঙ্গারের চোখে দ্বিতীয় দিন অ্যারন ফিঞ্চের আউটে কোহলির উদযাপন ছিল বাঁধভাঙ্গা। তাঁর দাবি ছিল, অস্ট্রেলিয়া দল যদি কোহলির মতো উদযাপন করত তাহলে তাঁদেরকে বিশ্ব দরবারে সবচেয়ে খারাপ মানুষ হিসেবে আখ্যায়িত করা হত।

কিন্তু সাবেক এই অজি ক্রিকেটার এবং বর্তমান কোচের এই মন্তব্যের বিরোধিতা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার লক্ষ্মণ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ