ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

বাংলাদেশের ৮ ক্রিকেটারকে নিয়ে বোমা ফাঁটালেন উইন্ডিজ কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৮ ২১:০১:৫১
বাংলাদেশের ৮ ক্রিকেটারকে নিয়ে বোমা ফাঁটালেন উইন্ডিজ কোচ

নিক পোথাস জানান, ক্যারিবীয়দের ওয়ানডে স্কোয়াডে ব্রাভো, স্যামুয়েলসদের মতো পরিচিত ক্রিকেটার আছে। রঙিন পোশাকে তারা দলের সঙ্গে যুক্ত হওয়ায় দলের আত্মবিশ্বাস বেশ বেড়েছে। রঙিন পোশাকে তাই নিজেদের ফিরে পেতে মরিয়া সফরকারীরা।

বাংলাদেশ দল নিয়ে ক্যারিবীয় কোচ জানান, বাংলাদেশ দল খুবই ধারাবাহিক। দলে সচরাচর তেমন পরিবর্তন দেখা যায় না বলে ক্রিকেটাররা তাদের দায়িত্ব সম্পর্কে খুব ভালোভাবেই জানে। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ সহ বাংলাদেশ দলে আটজন ক্রিকেটার প্রায় প্রতি ম্যাচেই নিয়মিত। তাই অনেক বেশী শক্তিশালী।

বিপিএলের কারণে বাংলাদেশ দল ছোট ফরম্যাটে শক্তিশালী হয়েছে টাইগাররা। দলের সবাই নিজেদের ভূমিকা সম্পর্কে জানে, তাই ওয়ানডে সিরিজে টাইগারদের নিয়ে সতর্ক ক্যারিবীয় কোচ।

আগামীকাল দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দু’দল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ