আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে নড়বড়ে উইন্ডিজ

টেস্ট সিরিজ শেষ করে দুই দলই পেয়েছে বড় বিরতি। আর এই বিরতিতে উভয় দল নিজেদের প্রস্তুত করেছে সীমিত ওভারের ক্রিকেটের জন্য। ‘প্রস্তুতি-পর্বে’ বিসিবি একাদশের কাছে উইন্ডিজ হেরে গেলেও মূল লড়াইয়ে সফরকারীরা সর্বশক্তি প্রয়োগ করেই মাঠে নামবে, এ কথা বলা যাচ্ছে নির্দ্বিধায়ই।
এই সিরিজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল, যিনি এশিয়া কাপে চোট পাওয়ার পর থেকে রয়েছেন মাঠের বাইরে। যদিও তার প্রত্যাবর্তনের ম্যাচে দলের ব্যাটিং উদ্বোধন হবে কোন জুটির মাধ্যমে এ নিয়ে রয়েছে প্রশ্ন। টেস্ট সিরিজে স্পিনে গুরুত্ব দিয়ে বোলিং আক্রমণভাগ সাজালেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই দেখা যেতে পারে পেস-নির্ভর বোলিং আক্রমণ। অধিনায়ক ও দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজার সাথে বল হাতে গতির ঝড় তুলতে পারেন মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। সাকিব আল হাসানের সাথে মেহেদী হাসান মিরাজ দায়িত্ব পাবেন স্পিন-ঘূর্ণি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার।
এদিকে দীর্ঘ দুই বছর পর উইন্ডিজের ওয়ানডে জার্সি গায়ে চাপানোর সুযোগ পেতে পারেন ড্যারেন ব্রাভো। লেগ-স্পিনে টাইগারদের দুর্বলতার সুযোগ কাজে লাগাতে দলটি একাদশে রাখতে পারে দেবেন্দ্র বিশুকে। সেক্ষেত্রে দলে জায়গা না-ও পেতে পারেন স্পিনার ফাবিয়ান অ্যালেন।
প্রসঙ্গত, ‘হোম অব ক্রিকেট’ থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি।
ম্যাচের আগে দুই দলের সদস্যরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তাতে দলের সাথে সংশ্লিষ্টদের কথায় উইন্ডিজকে আত্মবিশ্বাসী মনে হতে পারে। তবে ক্রিকেটীয় দিক থেকে দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বলছে- আত্মবিশ্বাসে ভরপুর হয়েই ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ; যেখানে হারে জর্জরিত ক্যারিবীয়রা অনেকটাই নড়বড়ে!
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ-
বাংলাদেশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
উইন্ডিজ: কাইরেন পাওয়েল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, ম্যারলন স্যামুয়েলস, শিমরন হেটমেয়ার, রস্টন চেজ, রভম্যান পাওয়েল (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, ফাবিয়ান অ্যালেন/দেবেন্দ্র বিশু, কেমার রোচ, ওশানে থমাস।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভারত বনাম বাংলাদেশ: সম্ভাব্য একাদশ, পরিসংখ্যান ও সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচ
- শেষ হলো আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার ম্যাচ
- ব্রাজিল বনাম কলম্বিয়া: হাইভোল্টেজ লড়াইয়ের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
- ম্যাচ হারার পর মুস্তাফিজকে নেয়ার বিষয়ে যা বললেন কলকাতার অধিনায়ক রাহানে
- অ্যাম্বুলেন্স চালকের অছিলায় বাঁচলো তামিমের জীবন
- নেশনস লিগ: শেষ হলো ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- সেহরিতে যেসব খাবার আমাদের জন্য উপকার
- উরুগুয়ে বনাম আর্জেন্টিনা: লাইভ স্ট্রিম, টিভি, দলীয় খবর ও সেরা একাদশ
- শেয়ারবাজারের নতুন নিয়ম করলো বিএসইসি
- সেনাসদরের সাফ বক্তব্য: হাসনাতের "রাজনৈতিক ষড়যন্ত্র" সম্পর্কে স্পষ্টতা
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (২১ মার্চ ২০২৫)
- মুখ দিয়ে ফেনা, ছিল না পালস, মৃত্যুর মুখ থেকে যেভাবে ফিরে এলেন তামিম
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৯ মার্চ ২০২৫)
- তামিমের আজ এই অবস্থার জন্য দায়ি বিসিবি