ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

কত রান করলে আগামীকাল জয় পাবে যা বললেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৮ ১৯:৪৫:১৮
কত রান করলে আগামীকাল জয় পাবে যা বললেন মাশরাফি

আপনারা আগেও দেখেছেন এখানে এই রানে জয় সম্ভব। তবে যদি শিশির প্রভাব ফেলে তাহলে আরও ২০-২৫ রান বেশি করতে হবে। মাশরাফি আরও জানান, একটি সিরিজের আগে প্রতিটি দলের নির্দিষ্ট কিছু লক্ষ্য থাকে। আমাদেরও সুনির্দিষ্ট লক্ষ্য আছে। তবে লংগার ভার্সনের মতো সবকিছুই সহজ হবে না। ছোট ফরম্যাট বলেই উইন্ডিজ চ্যালেঞ্জিং বেশি। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। মাশরাফি জানান, ওয়েস্ট ইন্ডিজের এক থেকে দুই জনই ম্যাচের ফল গড়ে দেয়ার ক্ষমতা রাখে।

মিরপুরের উইকেট নিয়ে বাংলাদেশ অধিনায়ক জানান, মিরপুরের উইকেট বিশ্বকাপের জন্য আদর্শ উইকেট নয়। চট্টগ্রাম বা সিলেট হলে কিছুটা মিল থাকতো। তাই এখানে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার মতো উইকেট নেই। তিনি জানান, উইকেটের আচরণের উপর ম্যাচের ফল নির্ভর করবে। তবে প্রস্তুতি ম্যাচের মতো রান এখানে হবে না।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ