ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

সাকিব-তামিমকে নিয়ে নতুন ভাবে ভাবছে বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৮ ১৯:৩০:২১
সাকিব-তামিমকে নিয়ে নতুন ভাবে ভাবছে বিসিবি

এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েন তামিম ইকবাল খান। আর টুর্নামেন্টের মাঝপথেই ইনজুরির কারণে দেশে ফিরে আসতে হয় সাকিব আল হাসানকে। এরপর ইনজুরি কাটিয়ে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরেন সাকিব, তবে টেস্টে তামিমের ফেরার সম্ভাবনা থাকলেও অনুশীলনে আবার ইনজুরিতে পড়েন। অবশেষে উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফিরেন দেশসেরা এই ওপেনার। ইনজুরি কাটিয়ে ফেরার সেই ম্যাচে ৭৩ বলে ১০৭ রান করেন তামিম। সাকিব আল হাসান ও তামিম ইকবালের ফেরাকে দলের জন্য বাড়তি সুবিধা বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের পূর্বে সংবাদ সম্মেলনে দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারের ফেরা প্রসঙ্গে মাশরাফি বলেন, “সাকিব-তামিমের দলে থাকা আমাদের জন্য বিরাট অ্যাডভানটেজ। তামিম আসছে এবং অনুশীলন ম্যাচে শতক হাঁকিয়েছে। যা তামিমের জন্য স্বস্তি আর আমাদের জন্যও স্বস্তি। একই সাথে আমি বলবো ইনজুরি থেকে আসা, এসে খেলা,এরপর পারফর্ম করা কিন্তু সময়ের ব্যাপার। “

মাশরাফি আরও যোগ করে বলেন, “তামিম অনুশীলন ম্যাচে শতক হাঁকিয়েছে জন্য পরের ম্যাচেও এমনি ইনিংস খেলবে তা নয়। এর থেকে ভালো ইনিংসও হতে পারে আবার খারাপও হতে পারে। সাকিব হয়তো দুইটা টেস্ট খেলে কিছুটা মানায় নিয়েছে, তামিমের হয়তো কিছুটা সময় লাগবে। তবে ওরা দুইজন থাকা আমাদের প্রত্যেকের জন্য স্বস্তির ব্যাপার। “

এদিকে টেস্ট সিরিজে ২-০ তে বিধ্বস্ত হবার পর প্রস্তুতি ম্যাচেও উড়ে গেছে সফরকারীরা। সর্বশেষে ওয়ানডে সিরিজে উইন্ডিজে গিয়ে জিতেছিল বাংলাদেশ। নিজেদের ভালো সম্ভাবনা থাকলেও মাশরাফি সহজভাবে দেখছেন না। কঠিন লড়াইয়ের জন্য অপেক্ষা করছেন বাংলাদেশ অধিনায়ক, “আমি বলবো সমানে-সমানে। টেস্ট কিংবা আগে যেভাবে জিতেছি তেমন সহজ হবে না। ”

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ