উইন্ডিজ অধিনায়ককে তুলোধুনো গণমাধ্যমের

রোববার থেকে শুরু হচ্ছে টাইগারদের বিপক্ষে তাদের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এতে ক্যারিবীয়দের নেতৃত্ব দেবেন রোভম্যান পাওয়েল। এখানেই যত আপত্তি-বিপত্তি সংবাদমাধ্যম জ্যামাইকা গ্লিনারের। তাদের প্রশ্ন, দলে রয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। তাকে ছেড়ে রোভম্যানে কাঁধে অন্তর্বর্তীকালীন নেতৃত্ব তুলে দেয়ার অর্থ কী?
ওয়ানডে স্কোয়াডে রয়েছেন মারলন স্যামুয়েলস ও ড্যারেন ব্রাভোর মতো অভিজ্ঞ ক্রিকেটার। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে শাই হোপ ও রোস্টন চেজের অভিজ্ঞতাও কম হয়নি। তাদের সবাইকে এড়িয়ে রোভম্যানের কাঁধে নেতৃত্বভার তুলে দেয়ার কোনো অর্থ খুঁজে পাচ্ছে না গ্লিনার।
জ্যামাইকান সংবাদমাধ্যমটির ভাষ্য, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কতটা বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে; রোভম্যানের কাঁধে নেতৃত্বভার দেখলেই বোঝা যায়। এ যেন হাবুডুবু খাওয়া মানুষের মতো খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার আপ্রাণ চেষ্টা।
টেস্ট সিরিজ হারের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে মরিয়া উইন্ডিজ। সংস্করণ যত ছোট হবে, ততই ভয়ংকর হবে ক্যারিবীয়রা। ওয়ানডেতে তাদের চ্যালেঞ্জ মানছে বাংলাদেশও। অধিনায়কত্ব হয়তো ফ্যাক্টর নাও হতে পারে।
তবুও রোভম্যানের মতো ‘অনভিজ্ঞ’ একজন ক্রিকেটারের কাঁধে দ্বীপসমূহের বোর্ডটির চাপানো নেতৃত্বের ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না গ্লিনার। এ নিয়ে বিস্তর সংবাদ ছেপেছে তারা। তাতে লেখা হয়েছে, ওয়েস্ট ইন্ডিয়ান নির্বাচকেরা সবসময় চমক দিতে চান। তবে এ সিদ্ধান্ত ন্যূনতম প্রত্যাশা পূরণ করেনি। সে আন্তর্জাতিক ক্রিকেট এখনও পায়ের নিচে মাটি খুঁজছে। এখন পর্যন্ত তার ব্যাটিং গড় ২৫-এর সামান্য ওপরে। মাঝে মধ্যে প্রতিভার ঝলক দেখালেও ধারাবাহিক নয়। ফলে দলে ‘অটোমেটিক চয়েস’ হতে পারেনি। হবে যে, সেই প্রত্যাশাও নেই। ভারতের বিপক্ষে সবশেষ পাঁচ ম্যাচ সিরিজে তার সর্বোচ্চ স্কোর ২২। বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রানের খাতায় খুলতে পারেনি। নির্ভেজাল ‘ডাক’ মেরেছে।
ডানহাতি ব্যাটসম্যানের বিকল্পও তুলে ধরেছে সংবাদমাধ্যমটি, ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংষ্করণে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কালোর্স ব্র্যাথওয়েট। নেতৃত্বভার দিলে তাকেই দেয়া যেত। সাদা বলে অন্তত তার দলকে লিড দেয়ার অভিজ্ঞতা আছে। এছাড়া অভিজ্ঞ কারও হাতে সেই দায়িত্ব বুঝিয়ে দেয়া যেত।
আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম ম্যাচে। সেই লড়াইয়ের আগে এভাবে সমালোচনাটা নিশ্চয়ই স্বস্তির নয় রোভম্যানের। ফলে তার সামনে যে অগ্নিপরীক্ষা-তা বলাই বাহুল্য।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভারত বনাম বাংলাদেশ: সম্ভাব্য একাদশ, পরিসংখ্যান ও সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচ
- শেষ হলো আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার ম্যাচ
- ব্রাজিল বনাম কলম্বিয়া: হাইভোল্টেজ লড়াইয়ের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
- ম্যাচ হারার পর মুস্তাফিজকে নেয়ার বিষয়ে যা বললেন কলকাতার অধিনায়ক রাহানে
- অ্যাম্বুলেন্স চালকের অছিলায় বাঁচলো তামিমের জীবন
- নেশনস লিগ: শেষ হলো ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- সেহরিতে যেসব খাবার আমাদের জন্য উপকার
- উরুগুয়ে বনাম আর্জেন্টিনা: লাইভ স্ট্রিম, টিভি, দলীয় খবর ও সেরা একাদশ
- শেয়ারবাজারের নতুন নিয়ম করলো বিএসইসি
- সেনাসদরের সাফ বক্তব্য: হাসনাতের "রাজনৈতিক ষড়যন্ত্র" সম্পর্কে স্পষ্টতা
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (২১ মার্চ ২০২৫)
- মুখ দিয়ে ফেনা, ছিল না পালস, মৃত্যুর মুখ থেকে যেভাবে ফিরে এলেন তামিম
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৯ মার্চ ২০২৫)
- তামিমের আজ এই অবস্থার জন্য দায়ি বিসিবি