ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে প্রথম ওয়ানডের জন্য সেরা একাদশ ঘোষনা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৮ ১৮:০৩:০১
সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে প্রথম ওয়ানডের জন্য সেরা একাদশ ঘোষনা

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে এবং প্রস্তুতি ম্যাচে শতক হাঁকিয়ে বাংলাদেশকয়ে মধুর ঝামেলায় ফেলেছেন সৌম্য। তবে সাকিব আল হাসান যদি মিডেল অর্ডারে ব্যাট করেন তাহলে ইমরুল খেলবেন তামিমের সঙ্গে ওপেনে।

আর সৌম্য সরকারকে দায়িত্ব সামাল দিতে হবে তিন নম্বরে। সেক্ষেত্রে লিটন দাসকে বেঞ্চে বসে থাকতে হবে। অধিনায়ক মাশরাফি অবশ্য সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন, ফর্মে থাকা সবার আত্মবিশ্বাস ধরে রাখতেই ১৬ জনের স্কোয়াড সাজিয়েছেন নির্বাচকরা। তিনি বলেন,

'আমাদের ১৬ জনের যে স্কোয়াড আছে। আপনি যদি ওইভাবে দেখেন যে নরমালি হোমে সাধারণত ১৪ জন রাখা হয়। বা সর্বোচ্চ ১৫ জন রাখা হয়। সেখানে ১৬ জন রাখার কারণ যাতে তাদের আত্মবিশ্বাস কমে না যায়, দেখা শোনা করা। এই জায়গায় এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে কজন সম্প্রতি ভাল খেলেছে বা খেলছে তাদেরকে রাখা।

আর আপনি যেটা বললেন ভাল (মধুর) সমস্যা হলো সবাই ফর্মে আছে টপ অর্ডারে। যেটা আমরা অনেক দিন থেকে চাচ্ছিলাম। একটা সিদ্ধান্ত যেতেই হবে। ভাল হলে মনে হবে এটাই ঠিক আছে।

খারাপ হলে মনে হবে যে রান করেও বাদ গেছে হয়ত ওকেই খেলালে ভাল হত। কথাবার্তা অনেক চলবে। এখনো অনেকের চিন্তাভাবনা আছে। কোচ, নির্বাচকদের সঙ্গে আলাপ করে একটা সিদ্ধান্ত নিতেই হবে।'

টপ অর্ডার নিয়ে মধুর সমস্যা থাকলেও মিডেল অর্ডার পজিশনে সবাই যার যার স্থানেই থাকছেন। চার নম্বরে মুশফিক, পাঁচে মিথুন, ছয়ে সাকিব এবং সাত নম্বরে থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ।

একাদশে চার পেসার নিয়ে নামলে মেহেদি হাসান মিরাজকে বসতে হবে বেঞ্চে। আর তিন পেসার খেললে সাইফউদ্দিন এবং রুবেলের মধ্যে একজনকে বসতে হবে সাইড বেঞ্চে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মোহাম্মাদ মিঠুন, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ/ মোহাম্মাদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ