ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

রুবেল নাকি সাইফউদ্দিন জেনেনিন একাদশে খেলবে কে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৮ ১৭:৫৪:৫৪
রুবেল নাকি সাইফউদ্দিন জেনেনিন একাদশে খেলবে কে

জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের সিরিজে দলে থাকলেও ম্যাচ খেলা হয়নি রুবেল হোসেনের। অসুস্থতার জন্য সাইড লাইনেই দেখা যায় রুবেলকে। তবে এখন পুরোপুরি সুস্থ এই পেসার। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে রুবেলের বদলি হিসেবে দেখা যায় অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। প্রথম ম্যাচে উইকেট না পেলেও করেছেন গুরুত্বপূর্ণ ৫০ রান। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ব্যাটিং এর সুযোগ না পেলেও বল হাতে নিয়েছেন ৪ উইকেট।

তবে জিম্বাবুয়ের আগে সর্বশেষ এশিয়া কাপে বল হাতে দুর্দান্ত ছিলেন রুবেল হোসেন। এর পূর্বে উইন্ডিজেও ভালো করেছেন এই পেসার। টাইগার ওয়ানডে দলের নিয়মিত সদস্য রুবেলের ফেরা প্রসঙ্গে মাশরাফি বলেন, “আমরা (জিম্বাবুয়ে সিরিজে) কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছিলাম। যেমন রুবেল জিম্বাবুয়ে সিরিজে ছিল না। এশিয়া কাপে আমাদের সেরা বোলার ছিল সে, কিন্তু ছিল না। সে শারিরীক অসুস্থতা থেকে ফিরে এসেছে। সেই সুযোগটা সাইফউদ্দিন খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। রুবেল আউটস্ট্যান্ডিং, সবার থেকে আউটস্ট্যান্ডিং। সে এশিয়া কাপে ছিল। আমাদের মনে রাখতে হবে সে(রুবেল) যেন সবার থেকে পিছিয়ে না যায়। “ অন্যদিকে সাইফউদ্দিন প্রসঙ্গে মাশরাফি বলেন, “একইসাথে সাইফউদ্দিন তো কেবল শুরু করেছে। তাকে একটা নির্দেশনার মধ্যে রাখতে হবে। আসলে এইসব ভেবেই ১৬ জনের দল বানানো। “

উল্লেখ্য, বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৯৩ টি ওয়ানডের মাঝে ৯১ ইনিংসে বল করে ১১৮টি উইকেট নিয়েছেন রুবেল। এভারেজ ৩২.৫১। সেরা বোলিং ফিগার ২৬ রানে ৬ উইকেট। এছাড়া ওয়ানডেতে ৭ বার চার উইকেট পেয়েছেন এই পেসার। অন্যদিকে ৬টি একদিনের ম্যাচে সাইফউদ্দিন পেয়েছেন ৫টি উইকেট পাশাপাশি ২৬.৬৬ গড়ে ব্যাট হাতে রান করেছেন ৮০।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ