ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

নির্বাচনী ইশতেহারে শাকিব খানের ১ দাবি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৮ ০০:০২:৪২
নির্বাচনী ইশতেহারে শাকিব খানের ১ দাবি

৬ ডিসেম্বর, বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের কোক স্টুডিওতে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের বিরতিতে প্রিয়.কমের সঙ্গে আলাপকালে এমন আশা প্রকাশ করেন ঢালিউডের জনপ্রিয় এ নায়ক।

শাকিব বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে চলচ্চিত্রের জন্য কাউকে তো কিছু দাবি করতে দেখলাম না। আমি ব্যক্তিগতভাবে চাই, নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক দলগুলো যেন তাদের নির্বাচনি ইশতেহারের মধ্যে ৬৪টা জেলায় ৬৪টি মাল্টিপ্লেক্স নির্মাণ করার বিষয়টি রাখবেন।’

‘আমাদের যুগপোযোগী হতে হবে। পুরানো আমলের চিন্তাভাবনা করলে হবে না। মাল্টিপ্লেক্সের নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে এফডিসির ওপর। সেন্ট্রাল সার্ভার, ই-টিকেটিং থাকবে। সবাই দেখবে, কার ছবি কেমন চলছে। এতে করে এখনকার জেনারেশন আবার হলমুখি হবে।’

আলাপের এক পর্যায়ে শাকিব জানান, বিভাগীয় ও জেলা শহরগুলোতে অনেকেই পরিবার নিয়ে সিনেমা দেখতে যেতে চান। কিন্তু হলের আধুনিকায়ন না হওয়ার কারণে তারা আর যেতে পারেন না।

শাকিব আরও বলেন, ‘যুব সমাজের অবক্ষয় রক্ষায় সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে। পারিবারিক বন্ধন আরও জোড়াল করার জন্য সরকার এত এত কিছু করছে। কিন্তু যদি সিনেমার পরিস্থিতি ভালো থাকত তাহলে চিত্রটা ভিন্ন হতে পারত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে