ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিএনপির তালিকা প্রকাশের পর মনোনয়ন বিক্ষোভ শুরু

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৭ ২৩:১৯:৫৩
বিএনপির তালিকা প্রকাশের পর মনোনয়ন বিক্ষোভ শুরু

মির্জা ফখরুল তালিকা প্রকাশ করে গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে প্রতিবাদী স্লোগান দেয় বঞ্চিদের সমর্থকরা৷

এর মধ্যে রয়েছে পিরোজপুর-২ আসনের বিএনপি প্রার্থী আহম্মদ সোহেল মনজুর (সুমন), বিএনপির আইন সম্পাদক সানাউল্লাহ মিয়া, নরসিংদী-৩।

সানাউল্লাহ মিয়া সমর্থকরা বলছেন, সানাউল্লাহ মিয়া বেগম খালেদা জিয়ার আইনজীবী৷ তিনি বহু বছর ধরে বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের আইনী সহায়তা দিয়ে চলেছেন। তাকে দলের মনোনয়ন বঞ্চিত রাখা মানা যায় না৷ সানাউল্লাহ মিয়াকে মনোনয়ন অবশ্যই দিতে হবে৷

এর আগে শুক্রবার সন্ধ্যায় ২০৬ প্রার্থীর তালিকা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা অনেক যাচাই-বাছাই ও বিবেচনা করে আজকে এই প্রার্থীদের নাম ঘোষণা করছি। আমাদের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রার্থী দিয়েছি৷

প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পরপরই বঞ্চিতদের সমর্থকরা গুলশানে বিক্ষোভ শুরু করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে