ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

এইমাত্র পাওয়াঃ সৌম্য-লিটন-ইমরুল-তামিমের সঙ্গী কে,জানালো বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৭ ১৮:৩৬:৫২
এইমাত্র পাওয়াঃ সৌম্য-লিটন-ইমরুল-তামিমের সঙ্গী কে,জানালো বিসিবি

টেস্ট অভিষেকে রাঙানো সাদমান ইসলামকে না–হয় ওয়ানডে সিরিজে বাইরে রাখা যাচ্ছে। কিন্তু শুরুতেই যে চার ওপেনারের কথা বলা হলো, তাঁদের তিনজনকে তো নিতেই হবে টপ অর্ডার সাজাতে। তামিম ‘অটোমেটিক চয়েস’। কিন্তু তাঁর সঙ্গী হবেন কেন? ইমরুল, সৌম্য নাকি লিটন? আপাতত কঠিন এক ধাঁধা। টিম ম্যানেজমেন্টের জন্য মধুর সমস্যাই বটে। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন এখনো বলতে পারছেন না, তামিমের সঙ্গী কে হবেন, ‘এ বিষয়ে আলোচনা হচ্ছে। এখনো ঠিক করা হয়নি তামিমের সঙ্গে কে ওপেন করবে। এটা আগামীকাল ঠিক করা হবে।

অবশ্য এ মধুর সমস্যাকে ইতিবাচকভাবে দেখছেন তিনি, ‘এটি দলের জন্য অনেক ভালো একটি লক্ষণ। বিকল্প ক্রিকেটাররা যথেষ্ট ভালো অবস্থানে আছে। আর একটি প্রতিযোগিতার মধ্যে থাকলে দল সব সময় ভালো অবস্থানে থাকে। প্রতিদ্বন্দ্বিতা থাকা ভালো। যখন যাকে দরকার হবে, তখন তাকে খেলানো হবে।’

বিকেএসপিতে যখন তামিমের সঙ্গে সৌম্য সমানে চালিয়ে যাচ্ছেন, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তখন অনুশীলন করছেন লিটন। টপ অর্ডারে এই তীব্র প্রতিদ্বন্দ্বিতা কীভাবে নিচ্ছেন তিনি? লিটন সংবাদমাধ্যমকে বললেন, ‘আমাদের জন্য অবশ্যই ভালো। চ্যালেঞ্জিংও বলতে পারেন। দলে এখন তিন-চারজন ওপেনার, তারা নিয়মিত ভালো খেলছে। দেখতেও ভালো লাগে। নিজের ভেতর চ্যালেঞ্জ থাকে যে ভালো করতে হবে। আর আমি খেলব নাকি খেলব না, এটি পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমার কাজ শতভাগ দেওয়ার, সেই চেষ্টা করব।’

কিন্তু কাজটা সহজ হবে না। মিনহাজুলই বললেন, টিম ম্যানেজমেন্টের হাতে অনেক বিকল্প। খারাপ করলে লিটনকে দলে রাখার মতো বিলাসিতা নিশ্চয়ই করবে না। তবে এটিকে চাপ ভাবছেন না লিটন, ‘তেমন কোনো চাপ নেই। ক্রিকেট খেলি ভালো করতেই। যেকোনো পরিস্থিতি ভালো করার চেষ্টা করব।’

গত এক মাসে লিটন যে তিনটি টেস্ট খেললেন, খুব একটা আলো ছড়াতে পারেননি। মিরপুর টেস্টে খেলার কথাই ছিল না। আকস্মিকভাবে দলে সুযোগ পেয়ে করেছেন ৫৪, আপাতত এটিই তাঁর আত্মবিশ্বাসের জ্বালানি। লিটন অবশ্য মনে করেন টেস্টে একটু খারাপ সময় গেলেও ওয়ানডেতে সেটির প্রভাব পড়বে না, ‘টেস্ট আর ওয়ানডে পুরোপুরি আলাদা। ওয়ানডেতে মিশ্রণ থাকে, টানা পেস বোলিং খেলতে পারবেন না, আবার স্পিনও টানা খেলতে পারবেন না। নিজেকে সেভাবেই প্রস্তুত করছি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে লিটন খেলেছেন আটে। তবে তাঁর সব সময়ই পছন্দের পজিশন ওপেনিং, ‘এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। নিজের পছন্দ বললে আমি যেহেতু সব সময় ওপেন করি ও সেখানে ভালো করছি, সেখানে খেলতেই বেশি স্বচ্ছন্দবোধ করি।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ