ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

আবারো আউট টাইগারদের জয় শুধু সময়ের ব্যাপার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৭ ১৭:৫৮:৩৬
আবারো আউট টাইগারদের জয় শুধু সময়ের ব্যাপার

উইকেট নিতে ব্যর্থ বাংলাদেশঃ শুরু থেকেই হংকংয়ের ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের বিপক্ষে হাত খুলে খেলতে থাকেন। প্রথম ছয় ওভারে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কোন প্রকার বিপদেই ফেলতে পারেনি বাংলাদেশ। যদিও সপ্তম ওভারে এসে ওপেনার এজাজ খানকে সাজঘরে ফেরান পেসার খালেদ। উইকেট হারালেও থেমে যান নি হংকংয়ের ব্যাটসম্যানরা। স্কোরবোর্ডে ৬ রান রেটে রান যোগ করে গিয়েছেন নিজাকাত খান এবং রাগ কাপুর।

চলমান ইমার্জিং কাপে হংকংয়ের বিপক্ষে মোসাদ্দেক হোসেন সৈকতের সেঞ্চুরিতে বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। দলের পক্ষে মোসাদ্দেক করেন সর্বোচ্চ ১০০ রান। হংকংয়ের হয়ে এজাজ খান নেন ৩টি উইকেট। ২৮৭ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে হংকং।

কিন্তু তাঁদের ৮০ রানের জুটিতে বাঁধা হয়ে দাঁড়ান এহসান খান। ৩৬ রান করা শান্তকে বোল্ড আউট করেন তিনি। শান্ত ফিরলেও অর্ধশতকের পথে হাঁটছিলেন জাকির। কিন্তু ব্যক্তিগত ৪৯ রানে তানভির আহমেদের বলে ওয়াকাস খানকে ক্যাচ দিয়ে বসেন এই ওপেনার।

তবে দলীয় ১০০'র আগে তিন উইকেট হারালেও মোসাদ্দেক হোসেন এবং ইয়াসির আলির ব্যাটে লড়াই চালিয়ে যায় বাংলাদেশ। দুজন দেখে শুনে খেলে ইতিমধ্যে ৫০ রানের জুটিও গড়েন। ফিফটিও তুলে নেন মোসাদ্দেক।

মোসাদ্দেক ফিফটি হাঁকালেও ইয়াসির ফিরে যান ৪৫ রানে। সঙ্গী হারালেও থেমে যাননি মোসাদ্দেক। হংকোংয়ের বোলারদের উপর চড়াও হয়ে খেলে ডানহাতি এই ব্যাটসম্যান তুলে নেন ৮৫ বলে শতক। তবে সেঞ্চুরি হাঁকিয়ে বেশীক্ষণ ক্রিজে থাকতে পারেন নি তিনি।

৮৬ বলে ৮ চার এবং ৩ চারের সাহায্যে ১০০ রান করে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। শেষের দিকের ব্যাটসম্যানরা দ্রুত ফিরলেও নির্ধারিত ৫০ ওভারে ২৮৬ রানের পুঁজি পায় বাংলাদেশ।

বাংলাদেশ ইমার্জিং একাদশঃ

মিজানুর রহমান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম হাসান, ইয়াসির আলি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানভির ইসলাম।

হংকং ইমার্জিং একাদশঃ

আইজাজ খান (অধিনায়ক), বাবর হায়াত, ইহসান খান, ইহসান নাওয়াজ, মোহাম্মদ গাজানফার, নিজাকাত খান, রাগ কাপুর, শহীদ ওয়াসিফ (উইকেটরক্ষক), তানভির আহমেদ, তানউইর আফজাল, ওয়াকাস খান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত হংকং স্কোর দাঁড়িয়েছে ৬ উইকেটে ২৪৪ রান ওভার ৪৭। ইহসান নাওয়াজ ১* এবং ইহসান নাওয়াজ ১৫* রানে অপরাজিত আছেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ