ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

এইমাত্র পাওয়া: চূড়ান্ত হল তামিমের সাথে ওপেনিং করবে যে টাইগার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৭ ১৬:২৮:১৩
এইমাত্র পাওয়া: চূড়ান্ত হল তামিমের সাথে ওপেনিং করবে যে টাইগার

তাই সিরিজ শুরুর সময় যতো ঘনিয়ে আসছে, ততই গুঞ্জন হচ্ছে দ্বিগুণ; ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাট হাতে ইনিংসের সূচনা করবেন কোন দুজন? দেশসেরা ওপেনার ও তিন ফরম্যাটে দেশের সবচেয়ে সফল তামিম ইকবাল তো থাকবেনই। তার সঙ্গী হবেন কে? ইমরুল না সৌম্য? নাকি লিটন দাস?- এ প্রশ্ন এখন বাংলাদেশ সমর্থকদের মুখে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন উদ্বোধনী জুটি তামিম-ইমরুলের, তিনে খেলবেন সৌম্য। প্রধান নির্বাচকের কাছে প্রশ্ন, মাঝে তিন নম্বরে প্রায় নিয়মিত খেলা সাকিব আল হাসান তাহলে কোথায় খেলবেন? নান্নুর জবাব, ‘সাকিব খেলবে পাঁচ নম্বরে।’

তার মানে তামিম, ইমরুল, সৌম্য, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ- এই ছয় স্পেশালিস্ট ব্যাটসম্যানের সাথে অধিনায়ক মাশরাফি-বাঁহাতি মোস্তাফিজ থাকবেন নিশ্চিতভাবেই। দিবারাত্রির ম্যাচ, সন্ধ্যা নামতেই শিশিরে সয়লাব হয়ে আউটফিল্ড। সন্ধ্যার পর স্পিনারদের চেয়ে পেসারদের কার্যকরিতাই বেশি থাকার সম্ভাবনা প্রবল। সেই ভাবনা থেকে আরেকজন বাড়তি পেসার তো অবশ্যই খেলানো হবে।

তিনি কে? রুবেল হোসেন? নাকি? পেস বোলিং অলরাউন্ডার সাঈফউদ্দীন? সেটাই দেখার। তবে ব্যাটিং জানার কারণে সাঈফউদ্দীনের সম্ভাবনাই বেশি। তৃতীয় পেসার হিসেবে হয়তো ফেনীর এই ক্রিকেটারকেই দেখা যাবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ