আবরো আউট শেষ পর্যন্ত উইকেটের দেখা পেলো টাইগাররা

হংকংয়ের ইনিংসঃ
উইকেট নিতে ব্যর্থ বাংলাদেশঃ শুরু থেকেই হংকংয়ের ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের বিপক্ষে হাত খুলে খেলতে থাকেন। প্রথম ছয় ওভারে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কোন প্রকার বিপদেই ফেলতে পারেনি বাংলাদেশ। যদিও সপ্তম ওভারে এসে ওপেনার এজাজ খানকে সাজঘরে ফেরান পেসার খালেদ। উইকেট হারালেও থেমে যান নি হংকংয়ের ব্যাটসম্যানরা। স্কোরবোর্ডে ৬ রান রেটে রান যোগ করে গিয়েছেন নিজাকাত খান এবং রাগ কাপুর।
বাংলাদেশের ইনিংসঃ
প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে মাত্র ৯ রান তুলতেই ওপেনার মিজানুরকে হারিয়ে বসে বাংলাদেশ। এরপর জাকির হাসান এবং নাজমুল হোসেন শান্ত মিলে দলের হাল ধরেন। দ্বিতীয় উইকেটে দুজন মিলে যোগ করেন ৮০ রান।
কিন্তু তাঁদের ৮০ রানের জুটিতে বাঁধা হয়ে দাঁড়ান এহসান খান। ৩৬ রান করা শান্তকে বোল্ড আউট করেন তিনি। শান্ত ফিরলেও অর্ধশতকের পথে হাঁটছিলেন জাকির। কিন্তু ব্যক্তিগত ৪৯ রানে তানভির আহমেদের বলে ওয়াকাস খানকে ক্যাচ দিয়ে বসেন এই ওপেনার।
তবে দলীয় ১০০'র আগে তিন উইকেট হারালেও মোসাদ্দেক হোসেন এবং ইয়াসির আলির ব্যাটে লড়াই চালিয়ে যায় বাংলাদেশ। দুজন দেখে শুনে খেলে ইতিমধ্যে ৫০ রানের জুটিও গড়েন। ফিফটিও তুলে নেন মোসাদ্দেক।
মোসাদ্দেক ফিফটি হাঁকালেও ইয়াসির ফিরে যান ৪৫ রানে। সঙ্গী হারালেও থেমে যাননি মোসাদ্দেক। হংকোংয়ের বোলারদের উপর চড়াও হয়ে খেলে ডানহাতি এই ব্যাটসম্যান তুলে নেন ৮৫ বলে শতক। তবে সেঞ্চুরি হাঁকিয়ে বেশীক্ষণ ক্রিজে থাকতে পারেন নি তিনি।
৮৬ বলে ৮ চার এবং ৩ চারের সাহায্যে ১০০ রান করে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। শেষের দিকের ব্যাটসম্যানরা দ্রুত ফিরলেও নির্ধারিত ৫০ ওভারে ২৮৬ রানের পুঁজি পায় বাংলাদেশ।
বাংলাদেশ ইমার্জিং একাদশঃ
মিজানুর রহমান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম হাসান, ইয়াসির আলি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানভির ইসলাম।
হংকং ইমার্জিং একাদশঃ
আইজাজ খান (অধিনায়ক), বাবর হায়াত, ইহসান খান, ইহসান নাওয়াজ, মোহাম্মদ গাজানফার, নিজাকাত খান, রাগ কাপুর, শহীদ ওয়াসিফ (উইকেটরক্ষক), তানভির আহমেদ, তানউইর আফজাল, ওয়াকাস খান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত হংকং স্কোর দাঁড়িয়েছে ২ উইকেটে ৮৪ রান ওভার ১৯। নিজাকাত খান ৪৭ এবং বাবর হায়াত ৫ রানে অপরাজিত আছেন।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেষ হলো ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচ
- শেষ হলো আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার ম্যাচ
- ব্রাজিল বনাম কলম্বিয়া: হাইভোল্টেজ লড়াইয়ের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
- ম্যাচ হারার পর মুস্তাফিজকে নেয়ার বিষয়ে যা বললেন কলকাতার অধিনায়ক রাহানে
- অ্যাম্বুলেন্স চালকের অছিলায় বাঁচলো তামিমের জীবন
- নেশনস লিগ: শেষ হলো ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- সেহরিতে যেসব খাবার আমাদের জন্য উপকার
- উরুগুয়ে বনাম আর্জেন্টিনা: লাইভ স্ট্রিম, টিভি, দলীয় খবর ও সেরা একাদশ
- শেয়ারবাজারের নতুন নিয়ম করলো বিএসইসি
- সেনাসদরের সাফ বক্তব্য: হাসনাতের "রাজনৈতিক ষড়যন্ত্র" সম্পর্কে স্পষ্টতা
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৯ মার্চ ২০২৫)
- মুখ দিয়ে ফেনা, ছিল না পালস, মৃত্যুর মুখ থেকে যেভাবে ফিরে এলেন তামিম
- তামিমের আজ এই অবস্থার জন্য দায়ি বিসিবি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (২১ মার্চ ২০২৫)
- অবশেষে মুখ খুললেন সেনাপ্রধান