ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

কেমন আছেন সেই ক্রিকেটার চামেলী খাতুন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৭ ১৫:০৮:২১
কেমন আছেন সেই ক্রিকেটার চামেলী খাতুন

চামেলীর ভাগ্নি মুশফিকা রোজি, ডা. প্রশান্ত তেজওয়ানির বরাত দিয়ে জানালেন, চামেলীর পায়ের কন্ডিশন ভালো হচ্ছে। পুরোপুরি সারতে ছয় মাস লাগবে। ছয় মাস পর পায়ে ভর দিয়েই চলাফেরা করতে পারবেন। এ সময় কালিন তাকে স্ট্রেচারে ভর দিয়ে হাঁটতে হবে। লিগামেন্টের টিস্যুগুলো এই সময়ের মধ্যেই ঠিক হয়ে যাবে। তবে আবারও হাসপাতালে আসতে হবে কি না সেই বিষয়ে এখনো কিছু বলেনি।

তিনি বলেন, বর্তমানে চামেলীকে ধরে নিয়ে চলাফেরা করলেও নিজে চেষ্টা করছেন নড়াচড়ার। মানসিকভাবে তিনি এখন আগের তুলনায় অনেক ভালো আছেন। প্রতিদিন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ড্রেসিং করার জন্য। আজ-কালের মধ্যে সেলাই কাটা হতে পারে। ১০ ডিসেম্বর রাজশাহী ফেরার সম্ভাবনা রয়েছে।

রোজি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য-সহযোগিতা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় চিকিৎসা খরচ চলছে। রাজশাহী থেকে ব্যাঙ্গালুরু পর্যন্ত আসা-যাওয়ার প্লেনের খরচ বহনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

চামেলী খাতুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সব মানুষের সহযোগিতা না পেলে ব্যয়বহুল এই চিকিৎসা তার পক্ষে করা সম্ভব হতো না। বর্তমানে ভালো আছেন। তিনি রাজশাহীসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন। প্রত্যাশা করছেন সুস্থ হয়ে আবারও মাঠে ফিরতে পারবেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ