ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

এই মাত্র পাওয়া: প্রথম ওয়ানডের জন্য টাইগারদের শক্তিশালী একাদশ ঘোষনা দেখেনিন স্কোয়াড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৭ ১২:৪৪:১০
এই মাত্র পাওয়া: প্রথম ওয়ানডের জন্য টাইগারদের শক্তিশালী একাদশ ঘোষনা দেখেনিন স্কোয়াড

মূলত ক্যারবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশ গঠনে টাইগারদের চিন্তার কারণ ৩টি পজিশন! ওপেনিং, সাত নম্বর ও আট নম্বর পজিশন।

তবে সেই শঙ্কা কিছুটা হলেও ইতিমধ্যে দূর করা গেছে প্রধান নির্বাচক নান্নুর সঙ্গে একান্ত আলাপকালে। নান্নু জানালেন উদ্বোধনী জুটি তামিম-ইমরুলের, তিনে খেলবেন সৌম্য। প্রধান নির্বাচকের কাছে প্রশ্ন, মাঝে তিন নম্বরে প্রায় নিয়মিত খেলা সাকিব আল হাসান তাহলে কোথায় খেলবেন? নান্নুর জবাব, ‘সাকিব খেলবে পাঁচ নম্বরে।’

তার মানে তামিম, ইমরুল, সৌম্য, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ- এই ছয় স্পেশালিস্ট ব্যাটসম্যানের সাথে অধিনায়ক মাশরাফি-বাঁহাতি মোস্তাফিজ থাকবেন নিশ্চিতভাবেই। দিবারাত্রির ম্যাচ, সন্ধ্যা নামতেই শিশিরে সয়লাব হয়ে আউটফিল্ড। সন্ধ্যার পর স্পিনারদের চেয়ে পেসারদের কার্যকরিতাই বেশি থাকার সম্ভাবনা প্রবল। সেই ভাবনা থেকে আরেকজন বাড়তি পেসার তো অবশ্যই খেলানো হবে।

তিনি কে? রুবেল হোসেন? নাকি? পেস বোলিং অলরাউন্ডার সাঈফউদ্দীন? সেটাই দেখার। তবে ব্যাটিং জানার কারণে সাঈফউদ্দীনের সম্ভাবনাই বেশি। তৃতীয় পেসার হিসেবে হয়তো ফেনীর এই ক্রিকেটারকেই দেখা যাবে।

স্পেশালিস্ট স্পিনার হিসেবে সাকিবের সাথে ফর্মের চূড়ায় থাকা মেহেদি হাসান মিরাজের অবস্থান নিশ্চিত। ছয় ব্যাটসম্যান তিন পেসার ও অফস্পিনার মিরাজকে ধরে দশ জন, রইলো বাকি একটি পজিশন। সেটা নিয়েই হয়তো আগামীকাল প্র্যাকটিস সেশনেও চলবে হিসেব-নিকেশ।

সাত নম্বরে মোহাম্মদ মিঠুন বা আরিফুল হকের কাউকে খেলানো হবে? নাকি সাঈফউদ্দীনকে সাতে খেলিয়ে একজন বাড়তি স্পিনারের অন্তর্ভুক্তি ঘটানো হবে- সেটাই দেখার।

প্রথম ওয়ানডেতে টাইগার একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মেহেদি মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ