ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

তামিম-ইমরুল ওপেনিংয়ে আর সাকিবের অবস্থান জানিয়ে দিলেন : নান্নু

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৭ ১২:৩২:১১
তামিম-ইমরুল ওপেনিংয়ে আর সাকিবের অবস্থান জানিয়ে দিলেন : নান্নু

তিন ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরিসহ ৩৪৯ (১৪৪*+৯০+১১৫) রান করেছিলেন ইমরুল। অন্যদিকে লিটন (৪+৮৩+০)। অন্যদিকে একটি ম্যাচে সুযোগ পেয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকান সৌম্য সরকার। তামিম ছাড়া জিম্বাবুয়ে সিরিজে টপঅর্ডারের ব্যাটিং ছিল এমন।

কিন্তু ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তামিম। এখন তামিমের সঙ্গে ওপেনিংয়ে কাকে দেখা যাবে এ নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে রয়েছে অনেক প্রশ্ন। তার সঙ্গী হবেন কে? ইমরুল না সৌম্য? নাকি লিটন দাস? এদিকে তামিমের পাশাপাশি প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন সৌম্য।

যার ফলে তাকেও দল থেকে বাদ দেওয়ার কোনো উপায় নেই। নানা আলোচনা, পর্যালোচনা ও ব্যাখ্যা-বিশ্লেষণ চারিদিকে। তবে ভেতরের খবর টিম ম্যানেজম্যান্ট ও নির্বাচকরা তামিম-লিটন নয়; তামিম-ইমরুলকেই বেঁছে নিতে যাচ্ছেন।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকালে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন উদ্বোধনী জুটি তামিম-ইমরুলের, তিনে খেলবেন সৌম্য। অন্যদিকে সাকিব কত নম্বর পজিশনে খেলবেন এমন প্রশ্নের জবাবে নান্নু বলেন, ‘সাকিব খেলবে পাঁচ নম্বরে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ