ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

শান্ত-জাকিরে রক্ষা বাংলাদেশের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৭ ১১:২০:২৭
শান্ত-জাকিরে রক্ষা বাংলাদেশের

শান্ত-জাকিরের জুটিঃ

শুরুতে উইকেট হারিয়ে চাপে পরলেও নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসানের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুজন ইতিমধ্যে ৫০ রানের জুটিও গড়েছেন। শান্ত-জাকিরের ব্যাটে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে বিপদে বাংলাদেশঃ

হংকংয়ের বিপক্ষে ম্যাচটিতে শুরুতে ব্যাটিং করতে নেমে এরই মধ্যে বিপদে পড়তে হয়েছে বাংলাদেশকে। স্কোরবোর্ডে মাত্র ৯ রান তুলতেই ওপেনার মিজানুর রহমানের উইকেটটি খোয়াতে হয়েছে তাদের। ২৩ বছর বয়সী ডানহাতি পেসার ইহসান নেওয়াজের বলে উইকেটরক্ষক শহীদ আসিফের হাতে ধরা পড়েছেন মিজানুর (৮)।

এরপর ক্রিজে জাকির হাসানের সাথে যোগ দিয়েছেন জাতীয় দলের হয়ে খেলা ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ১ উইকেটে ২২ রান। শান্ত ৮ এবং জাকির ৭ রানে অপরাজিত আছেন।

উল্লেখ্য এর আগে আরব আমিরাতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৯৭ রানে বড় ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে তাঁদের জয় পেতে হবে।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশঃ ৭২/১ (১৭ ওভার)

(জাকির- ৩৪*, শান্ত- ৩০*)

বাংলাদেশ ইমার্জিং একাদশঃ

মিজানুর রহমান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম হাসান, ইয়াসির আলি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানভির ইসলাম।

হংকং ইমার্জিং একাদশঃ

আইজাজ খান (অধিনায়ক), বাবর হায়াত, ইহসান খান, ইহসান নাওয়াজ, মোহাম্মদ গাজানফার, নিজাকাত খান, রাগ কাপুর, শহীদ ওয়াসিফ (উইকেটরক্ষক), তানভির আহমেদ, তানউইর আফজাল, ওয়াকাস খান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ