ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

আইপিএল নিলামে খেলোয়ারদের মূল্য তালিকা ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৭ ০০:৩৫:০৫
আইপিএল নিলামে খেলোয়ারদের মূল্য তালিকা ঘোষণা

ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ‘নূন্যতম মূল্য’ পেসার জয়দেব উনাদকাটের, যািনি গতবার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি দামে বিক্রি হয়েছিলেন৷ এবারও বড় অঙ্কের দর পাওয়ার প্রত্যাশায় রয়েছেন তিনি৷

অবিক্রিত থাকার সম্ভাবনার কথা মাথায় রেখে যুবরাজ সিং নিজেকে সর্বোচ্চ বেস প্রাইসের তালিকায় রাখেননি৷ তিনি এক কোটিতে থেকে শুরু করতে চান নিলাম৷

একা যুবি নন, নিজেদের এক কোটির তালিকায় রেখেছেন আরও বেশ কয়েকজন ভারতীয় তারকা৷টিম ইন্ডিয়ার দুই পেসার ইশান্ত শর্মা ও মহম্মদ শামি, স্পিনার অক্ষর প্যাটেল এবং উইকেটকিপার ঋদ্ধিমান সাহা নিজেদের নূন্যতম মূল্য নির্ধারণ করেছেন এক কোটি টাকা৷

বিদেশীদের মধ্যে দু’কোটির বেস প্রাইসে চমক বলতে ইংল্যান্ডের তরুণ পেসার স্যাম কুরান, যাণর ব্যাটের হাত নেহাৎ মন্দ নয়৷ গতবার মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং টিমে থাকা লসিথ মালিঙ্গা দু’কোটির বেস প্রাইসেই নিজের ভাগ্য যাচাই করতে চান এবার৷ এছাড়া কোরি অ্যান্ডারসন, ব্রেন্ডন ম্যকালাম, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কলিন ইনগ্রাম, ডার্সি শর্ট, ক্রিস ওকস, শন মার্শরা দু’কোটির সর্বোচ্চ বেস প্রাইসের তালিকায় রয়েছেন৷

জাতীয় দলের ঠাসা ক্রীড়াসূচির কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যারন ফিঞ্চ এবার আইপিএল নিলাম থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ