ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

ওপেনিং ২ প্রতিদ্বন্দ্বী নিয়ে যা বললেন লিটন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৬ ২২:৪৪:৫৫
ওপেনিং ২ প্রতিদ্বন্দ্বী নিয়ে যা বললেন লিটন

“এখন যেহেতু দলে টপ অর্ডার নিয়ে লড়াই চলছে, আমাদের জন্য এটি অবশ্যই ভালো। চ্যালেঞ্জিংও বলতে পারেন। দলে এখন তিন-চারজন ওপেনার, তারা নিয়মিত পারফর্ম করছে। দেখতেও ভালো লাগে। নিজের ভেতর চ্যালেঞ্জ থাকে যে ভালো করতে হবে।”

“এখন যে বেঞ্চে থাকে, সেও জানে যে সুযোগ পেলে ভালো করতে পারে। যারা খেলে, তাদের চাপ থাকে যে ভালো কিছু করতে হবে। নইলে বাদ পড়তে হতে পারে। এটা ভালো ব্যাপার। আমি খেলব নাকি খেলব না, এটি পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমার যেটি কাজ, শতভাগ দেওয়া, সেটি চেষ্টা করব।”

শেষ পর্যন্ত ওপেনিংয়ে জায়গা না মিললে, দলের প্রয়োজনে অন্য পজিশনে খেলার ডাকও আসতে পারে। সৌম্য যেমন খেলেছেন তিনে। এশিয়া কাপে ইমরুল খেলেছেন মিডল অর্ডারে। লিটনে চাওয়া ওপেনিংয়েই জায়গা পাকা করা। তবে দল চাইলে অন্য পজিশনের দাবি মেটাতেও থাকছেন প্রস্তুত হয়ে।

“এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার (পজিশন)। নিজের পছন্দ বললে, আমি যেহেতু সবসময় ওপেন করি ও পারফর্ম করেছি, সেখানে খেলতেই বেশি কমফরটেবল। তবে তেমন কোনো চাপ নেই। ক্রিকেট খেলি তো সবসময় পারফর্ম করার জন্যই। যে কোনো অবস্থায় পারফর্ম করার চেষ্টা করব।”

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ