ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

অধিনায়ক মাশরাফির রুবেলকে দিয়ে টস করানোর রহস্য

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৬ ২১:৪০:৪০
অধিনায়ক মাশরাফির রুবেলকে দিয়ে টস করানোর রহস্য

গত ২৬ অক্টোবর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন মাশরাফি বিন মর্তুজা। এরপর বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল সিরিজে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে খেলছেন তিনি। তার এই ম্যাচে অংশ নেয়ার উদ্দেশ্য হচ্ছে খেলার মঝে ফেরা। তাই অধিনায়কত্বের দিকে বাড়তি নজর না দিয়ে নিজের বোলিংয়ে বেশি নজর দেন মাশরাফি।

তবে দীর্ঘদিন পরে বল হাতে মাঠে ফিরেও খুব একটা জ্বলে উঠতে পারেননি মাশরাফি। আট ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে মাত্র একটি উইকেট শিকার অধিনায়ক। সাভারের বিকেএসপিতে হওয়া ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩১ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

আগামী ৯ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। একই ভেন্যুতে আগামী ১১ ডিসেম্বর হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি হবে আগামী ১৪ ডিসেম্বর।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ