ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

তামিম ইজ বেটার দ্যান কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৬ ২০:২৮:২০
তামিম ইজ বেটার দ্যান কোহলি

৩৪ বলে ৮ চার ও ১ ছক্কায় নিজের অর্ধশতক পূর্ণ করেন তামিম। সেখানেই থেমে থাকেননি দেশসেরা ওপেনার, ৭০ বলে ১৩ চার ও ৩ ছক্কায় সেঞ্চুরিও তুলে নেন তিনি। আলোক স্বল্পতায় বিসিবি একাদশকে ৫১ রানে জয়ী ঘোষনা করা হয়।

ম্যাচ জয়ের পর নিজের দুর্দান্ত কাম ব্যাকের একটি ছবি ফেসবুকে আপলোড করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তামিমের সেই ছবিতে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন শুভাকাঙ্খীরা।

সেই ছবিতে সাফরিন সোমা নামে একজন লিখেছেন, ‘ তুমি ভদ্র! তুমি ভাঙ্গা হাত নিয়েও খেলো! তুমি দেশপ্রেমিক তাই তুমি দেশের তরেই খেলো! রাজনীতি তে গিয়ে তুমি কিছুই করতে পারবানা তাই খেলার মাঠই তোমার! সাথে ১৬ কোটি মানুষ ও তোমারই…শুভ কামনা, অনেকদিন পর মাঠে দেখবো।’

ইমতিয়াজ মাহমুদ নামে একজন লিখেছে, ‘তামিম ইজ ব্যাটার দ্যান কোহলি।’ আরেক জন লিখেছে, ‘বেস্ট অফ লাক। ভালোবাসা অবিরাম তামিম ভাই।’

আফনানুন আবির লিখেছে, ‘ভাইয়া এই ধারাবাহিকতা সামনের ম্যাচগুলোতেও চাই।’

রাজনীতিতে না যাওয়ার আহ্বান জানিয়ে ইমরান খান লিখেছে, ‘তোমার প্রতি মানুষের ভালবাসা নষ্ট করে দিও না রাজনীতির সাথে জড়িয়ে।’

এত এত কমেন্টের মাঝে বেশিরভাগ ই ছিল তামিমকে শুভ কামনা জানানো। ২৪ আপডেট নিউজের পক্ষ থেকেও বাংলাদেশের এই ড্যাশিং ওপেনারের জন্য রইল শুভেচ্ছা ও শুভ কামনা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ