ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

ম্যাচ শেষে যা বললেন সৌম্য

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৬ ১৯:৫১:০৬
ম্যাচ শেষে যা বললেন সৌম্য

টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর ছোট ফরম্যাটেও পরাজয় দিয়ে শুরু করলো উইন্ডিজ। একমাত্র অনুশীলন ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩১ রান করে সফরকারীরা। বড় টার্গেটে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও সৌম্য সরকারের সেঞ্চুরিতে বৃষ্টি আইনে ৪ উইকেটের জয় পায় বিসিবি একাদশ। তামিম ৭৩ বলে ১০৭ ও ৮৩ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন সৌম্য।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ একদিনের ম্যাচে একাদশে সুযোগ পেয়েই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সৌম্য। সেই ধারা ছিল প্রস্তুতি ম্যাচেও। চার-ছক্কার বৃষ্টি ছিল সৌম্যের ব্যাটে। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের একাদশে সুযোগ পেলে এই ধারাবাহিকতা বজায় রাখতে চান এই বামহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে আজ (বৃহস্পতিবার) অনুশীলন ম্যাচ শেষে সৌম্য সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই, এই ধারাবাহিকতাটা যদি সবাই ধরে রাখতে পারি, এই কনফিডেন্সটা যদি সবার মধ্যে থাকে তাহলে পরবর্তী ম্যাচগুলোর জন্য তা খুব সাহায্য করবে। ‘

সৌম্য আরও যোগ করে বলেন, ‘আশা তো সবসময় ভালো কিছুরই করা উচিত। স্বপ্ন বড় দেখাই ভালো। আশা করবো যদি সুযোগ পাই তাহলে ধারাবাহিকতাটা ধরে রাখতে।’

উইন্ডিজের ৩৩২ রানের টার্গেট ৪১ ওভারেই জিতে যায় বিসিবি একাদশ। সৌম্যের বিশ্বাস ওয়ানডেতেও ৩০০ রানের উপর টার্গেট হলে তা পার করতে পারবে বাংলাদেশ। এই প্রসঙ্গে সৌম্য বলেন, ‘প্রস্তুতি ম্যাচে আমরা ৩৩২ রান তাড়া করতে নেমে ৮-৯ ওভার হাতে রেখেই ম্যাচটা শেষ করতে পেরেছি। আমার মনে হয় মূল ম্যাচেও যদি আমরা শুরুতে ভালো শুরু করতে পারি তাহলে ৩০০ রান টপকানোও কোন ব্যাপার হবেনা।’ এদিকে ইনজুরি থেকে ফেরার ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবালও। দেশসেরা ওপেনারের ফেরা প্রসঙ্গে সৌম্য বলেন, ‘তামিম ভাইকে দেখে খুব ভালো লেগেছে, খুব কনফিডেন্ট ছিল। শুরুতে একটা ভালো স্টার্ট পেয়েছে, এরকম স্টার্ট অবশ্য সবসময় হয়না। আমি চাইবো উনি যেনো এরকম স্টার্ট সবসময় দিয়ে যেতে পারে। তাহলে বাংলাদেশের জন্য খুব ভালো।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ