ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

সানজামুলের পাঁচ উইকেট, লড়ছে উত্তরাঞ্চল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৬ ১৯:২৩:৩৮
সানজামুলের পাঁচ উইকেট, লড়ছে উত্তরাঞ্চল

আগের দিনে নয় উইকেটে ২৮০ রান করা দক্ষিণাঞ্চল এদিনে থেমেছে ৩২৯ রান করে। শেষ উইকেট জুটিতে মেহেদী হাসান এবং কামরুল ইসলাম রাব্বি তুলেছেন ৫৪ রান!

আটটি চারে মেহেদী ৬৩ রানে অপরাজিত ছিলেন। উত্তরাঞ্চলের হয়ে পাঁচটি উইকেট নিয়েছেন সানজামুল ইসলাম। জবাবে ব্যাট করতে নেমে ১০ রানের মধ্যেই দুই উইকেট হারায় উত্তরাঞ্চল।

দেলোয়ার হোসেনের বলে শুন্য রানে বোল্ড হয়ে ফেরেন রিশাদ হোসেন। চার রান করে বিদায় নিয়েছেন ফরহাদ হোসেনও। এরপরে আর কোন বিপর্যয় ঘটতে দেননি জুনায়েদ সিদ্দিকি এবং নাঈম ইসলাম।

দু'জনেই তুলে নিয়েছেন ফিফটি। তাঁদের ১২৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দুই উইকেটে ১৩৬ রানে দিন শেষ করেছে উত্তরাঞ্চল। মাত্র একটি চারের সাহায্যে ৭০ রান করে অপরাজিত আছেন জুনায়েদ।

সঙ্গী নাঈমের রান চারটি চারে ৬২*। দক্ষিণাঞ্চলের হয়ে বাকী উইকেটটি নিয়েছেন মেহেদী হাসান।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ

টসঃ- উত্তরাঞ্চল (ফিল্ডিং)

দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ- ৩২৯/১০

(রকিবুল ৭৯, মেহেদী ৬৩*, তুষার ৬২; সানজামুল ৫/৮৭)

উত্তরাঞ্চল প্রথম ইনিংসঃ- ১৩৬/২

(জুনায়েদ ৭০*, নাঈম ৬২*; দেলোয়ার ১/১৮)

দক্ষিণাঞ্চলের চেয়ে ১৯৩ রানে পিছিয়ে আছে উত্তরাঞ্চল, হাতে আছে আট উইকেট।

দক্ষিণাঞ্চল একাদশঃ শাহরিয়ার নাফিস, এনামুল হক বিজয়, ফাজলে মাহমুদ রাব্বি, তুষার ইমরান, রকিবুল হাসান, কামরুল হাসান রাব্বি, নাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক (অধিনায়ক), আল আমিন হোসেন, মেহেদি হাসান, দেলোয়ার হোসেন।

উত্তরাঞ্চল একাদশঃ জহুরুল ইসলাম (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, ধীমান ঘোষ, এবাদত হোসেন, রিশাদ হোসেন, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, শুভাশিষ রায়, জিয়াউর রহমান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ