ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

বিসিএলে খেলতে নেমেই যা করলেন আশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৬ ১৮:২৭:০৯
বিসিএলে খেলতে নেমেই যা করলেন আশরাফুল

বৃহস্পতিবার বিসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিন শেষে পূর্বাঞ্চলের বিপক্ষে ৬৮ রানের লিড নিয়েছে মধ্যাঞ্চল। তাদের হাতে রয়েছে ৯ উইকেট। দিন শেষে দ্বিতীয় ইনিংসে দলটির সংগ্রহ ১ উইকেটে ১৩৯ রান। জোড়া হাফসেঞ্চুরি হাঁকিয়ে উইকেটে আছেন পিনাক ঘোষ ৫১ ও আব্দুল মজিদ ৬৫ রানে।

এর আগে প্রথম দিনের ১ উইকেটে ৩৭ রান নিয়ে খেলতে নামা পূর্বাঞ্চলের প্রথম ইনিংস থামে ১৮৬ রানে। তারকা ব্যাটার আশরাফুল ৬ বল খেলে ‘ডাক’ মারেন। দলের পক্ষে মাহমুদুল হাসান সর্বোচ্চ ৪১ রান করেন। মধ্যাঞ্চলের ডানহাতি মিডিয়াম পেসার শহিদুল ইসলাম ৫ উইকেট নেন ৬২ রানের বিনিময়ে।

পূর্বাঞ্চলের অধিনায়ক ফরহাদ রেজার বিধ্বংসী বোলিংয়ে প্রথম দিনে মধ্যাঞ্চল অলআউট হয়েছিল মাত্র ১১৮ রানে। প্রথম শ্রেণিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩২ রানে ৭ উইকেট নিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের সদস্য এই পেস অলরাউন্ডার।

সংক্ষিপ্ত স্কোর : (দ্বিতীয় দিন শেষে)

মধ্যাঞ্চল প্রথম ইনিংস : ১১৮

পূর্বাঞ্চল প্রথম ইনিংস : (আগের দিন ৩৭/১) ১৮৬ (৫২.৫ ওভারে) (শামসুর ২৬, মাহমুদুল ৪১, আশরাফুল ০, তাসামুল ৫, অঙ্কন ৩৪, রেজা ২৭, এনামুল জুনিয়র ৫, আবু জায়েদ ১৪, হাসান মাহমুদ ৪*, ইরফান ৮; শাহাদাত ২/৬৭, শহিদুল ৫/৬২, শাকিল ২/৩৫, তাইবুর ০/১৯)

মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংস : ১৩৯/১ (৩৯ ওভারে) (পিনাক ৫২*, রাকিন ১৭, মজিদ ৬৭*; আবি জায়েদ ০/৪৩, রেজা ০/২৯, হাসান মাহমুদ ১/১৬, ইরফান ০/৩০, এনামুল জুনিয়র ০/১৭, মাহমুদুল ০/৪, আশরাফুল ০/০)।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ