ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৬ ১৭:১২:২৫
জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ

৩৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ওপেনার ইমরুল কায়েস ও তামিম ইকবাল। তবে ব্যক্তিগত ২৭ রানে হেটমায়ারের ক্যাচে চেজের বলে সাঝঘরে ফেরেন ইমরুল। এরপর তামিমের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যান সৌম্য সরকার।

দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান তামিম। তবে ৭৩ বলে ১৩ চার ও ৬ ছয়ে ১০৭ রান করে সাঝঘরে ফিরেন তামিম। এদিকে মাত্র ৫ রানেই ফিরেছেন মোহাম্মদ মিঠুন। এরপর ২১ রান করে ফিরেন আরিফুল। এরপর রানের খাতা না খুলেই ফিরেন তৌহিদ হৃদয়।

এরপর ৯ রান করে ফেরেন শামিম পাটোয়ারি। তবে এরপর দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন সৌম্য। ৭ চার ও ৬ ছয়ে শতক পূর্ণ করেন তিনি। তার সঙ্গে এখন ক্রিজে আছেন মাশরাফি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবি একাদশের সংগ্রহ ৪০.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৪ রান।

বাংলাদেশ স্কোয়াডঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলি, রুবেল হোসেন, মিথুন রায়, শাহীন আলম, মেহেদি হাসান রানা ও নাজমুল ইসলাম অপু।

উইন্ডিজ স্কোয়াডঃ রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, দেবেন্দ্র বিশু, রোস্টন চেজ, চন্দ্রপল হেমরাজ, শিমরণ হ্যাটমিয়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, কিরণ পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, সুনিল আমব্রিস ও ওশান থমাস।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ