ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

ঝড় গতিতে তামিমের অর্ধশতক পূর্ণ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৬ ১৪:৪৬:১৮
ঝড় গতিতে তামিমের অর্ধশতক পূর্ণ

ইমরুল কায়েসের সাথে ইনিংসের গোড়াপত্তন করে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়ে মাত্র অর্ধশতক তুলে নেন বাঁহাতি এ ওপেনার। অর্ধশতক পূর্ণের পথে ৭ চারের পাশাপাশি হাঁকান ১ ছক্কা।

তার আক্রমণাত্বক ব্যাটিংয়ে কোণঠাসা হয়ে পড়লেও ইমরুলকে হেটমায়ারের হাতে ক্যাচে পরিণত করে সফরকারীদের প্রথম সাফল্যর পাশাপাশি কিছুটা স্বস্তি এনে দিয়েছেন চেজ।

শুরুতে চড়াও হয়ে ব্যাট করতে থাকা ইমরুল ব্যক্তিগত সংগ্রহের খাতায় ৫ বাউন্ডারিতে ২৫ রান যোগ করে ফিরেছেন সাজঘরে। তার বিদায়ের পর তামিমের সাথে ক্রিজে যোগ দিয়েছেন সৌম্য সরকার।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ১১ ওভার শেষে বিসিবি একাদশের সংগ্রহ ১ উইকেটে ১০৪ রান।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে স্বাগতিদের বিপক্ষে ৩৩১ রানের পুঁজি পেয়েছে সফরকারীরা। উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রান এসেছে শাই হোপের ব্যাট থেকে।

স্বাগতিক বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট লাভ করেছেন নাজমুল ইসলাম অপু ও রুবেল হোসেন। তাছাড়া বাকি বোলারদের মধ্যে মাশরাফি, রানা ও শামীম প্রত্যেকেই নিজেদের প্রাপ্তির খাতায় জমা করেছেন একটি করে উইকেট।

স্কোরকার্ড-উইন্ডিজ: ৩৩১/৮ (৫০ ওভার)পাওয়েল ৪৩(৪৮), হোপ ৭৮(৮৪), ব্রাভো ২৭(৩৩), স্যামুয়েলস ৫(১২), হেটমায়ার ৩৩(২৭), পাওয়েল ০(৫), চেজ ৬৫*, অ্যালেন ৪৮, রুবেল ১০-০-৫৫-২, মাশরাফি ৮-১-৩৭-১, রানা ১০-০-৬৫-১, শাহিন ২-০-১৮-০, সৌম্য ৮-০-৭২-০, অপু ১০-০-৬১-২, শামীম ২-০-১৬-১।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ