আবারো আউট এবার উইকেট তুলে নিলেন মাশরাফি

ভয়ংকর ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসকে মাত্র ৫ রানে ফিরিয়েছেন তিনি। এরপরের ওভারেই প্রতিপক্ষের অধিনায়ক রভম্যান পাওয়েলকে শূন্য রানে ফিরিয়েছেন তরুণ স্পিনার শামিম পাটোয়ারী। বর্তমানে পাঁচ উইকেট হারিয়ে উইন্ডিজদের সংগ্রহ ১৭৬ রান।
জোড়া শিকার বাংলাদেশেরঃ
দীর্ঘ সময় পর উইকেটের দেখা পেল বাংলাদেশ। তবে এবার সফরকারীদের শিবিরে জোড়া আঘাত বিসিবি একাদশের। তিনে নামা ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোকে আকবর আলির হাতে ক্যাচ বানিয়েছেন তরুণ বাঁহাতি পেসার মেহেদি হাসান রানা।
৩৩ বলে ২৭ রান করে আউট হয়েছেন তিনি। এরপর এক ওভার পরেই বাঁহাতি স্পিনার অপুর বলে আউট হয়ে ফিরেছেন ওপেনার শাই হোপ। ৮৪ বলে ৭৮ রানের ইনিংস খেলেছেন তিনি, যেখানে তিনটি ছয় এবং ছয়টি চার ছিল তাঁর।
২৯ ওভার শেষে উইন্ডিজদের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ১৬৭ রান। উইকেটে রয়েছেন শিমরণ হেটমায়ার এবং মারলন স্যামুয়েলস।
রান বাড়িয়ে চলছে উইন্ডিজঃ
উইকেট হারিয়েও থেমে নেই সফরকারী ব্যাটসম্যানদের ব্যাটিং তান্ডব। ইতিমধ্যে ২৩ ওভার খেলেছেন তাঁরা, এক উইকেট হারিয়ে নিয়েছেন ১৪৩ রান তুলে নিয়েছেন তাঁরা।
সফরকারী ব্যাটসম্যানরা পাত্তাই দিচ্ছেন বিসিবি একাদশের বোলারদের।
উইকেটের পতনঃ
১০ ওভার পর বিসিবি একাদশের বোলারদের বিপক্ষে ঝড় তুলেছিলেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। কিন্তু ১৫তম ওভারে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর বলে সাজঘরে ফিরে গেছেন বাঁহাতি ওপেনার কিরণ পাওয়েল। বর্তমানে সফরকারীদের সংগ্রহ এক উইকেটে ১০১ রান।
ভালো শুরু উইন্ডিজদেরঃ
বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের শুরুটা দারুণ করেছে সফরকারীরা। দুই ওপেনার কাইরন পাওয়েল এবং শাই হোপের দুর্দান্ত ব্যাটিংয়ে কোন উইকেট হারায়নি তাঁরা। মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেনদের ভালভাবে সামলে নিয়ে ইতিমধ্যে ১০ ওভার পার করে দিয়েছে দুই ওপেনার।
বর্তমানে তাঁদের সংগ্রহ ৫০ রান। হোপ ২২ রান এবং পাওয়েল ২৪ রানে অপরাজিত আছেন।
টসঃ
ওয়ানডে সিরিজের মূল পর্ব শুরু হওয়ার আগে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নেয়ার মিশনে নেমেছে বাংলাদেশ এবং উইন্ডিজ। বিকেএসপির মাঠে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজঃ ১৭৬/৫ (৩১.২ ওভার)
(হেটমায়ার ৯*); (অপু ২/৩২)
মাশরাফির উইকেটঃ
বাংলাদেশ স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলি, রুবেল হোসেন, মিথুন রায়, শাহীন আলম, মেহেদি হাসান রানা ও নাজমুল ইসলাম অপু।
উইন্ডিজ স্কোয়াডঃ
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, দেবেন্দ্র বিশু, রোস্টন চেজ, চন্দ্রপল হেমরাজ, শিমরণ হ্যাটমিয়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, কিরণ পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, সুনিল আমব্রিস ও ওশান থমাস।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেষ হলো ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচ
- ব্রাজিল বনাম কলম্বিয়া: হাইভোল্টেজ লড়াইয়ের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
- শেষ হলো আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার ম্যাচ
- নেশনস লিগ: শেষ হলো ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- সেহরিতে যেসব খাবার আমাদের জন্য উপকার
- উরুগুয়ে বনাম আর্জেন্টিনা: লাইভ স্ট্রিম, টিভি, দলীয় খবর ও সেরা একাদশ
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৯ মার্চ ২০২৫)
- সেনাসদরের সাফ বক্তব্য: হাসনাতের "রাজনৈতিক ষড়যন্ত্র" সম্পর্কে স্পষ্টতা
- সেনাবাহিনীকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
- গরমে ঠোঁটের শুষ্কতা দূর করার কার্যকর উপায়
- লারার রেকর্ড ভেঙে টেস্টে ৪০৪ রানের ইনিংস খেললেন বাংলাদেশের মুস্তাকিম
- তিন ফরমেটের জন্য বাংলাদেশের ৪ অধিনায়ক
- অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য সুখবর
- নেশন্স লিগ: নেদারল্যান্ডসকে হারাতে পারলো না স্পেন
- ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ