ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

আউট : টপা টপ উইকেট তুলে নিচ্ছে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৬ ১১:৫৫:২৮
আউট : টপা টপ উইকেট তুলে নিচ্ছে বাংলাদেশ

৩৩ বলে ২৭ রান করে আউট হয়েছেন তিনি। এরপর এক ওভার পরেই বাঁহাতি স্পিনার অপুর বলে আউট হয়ে ফিরেছেন ওপেনার শাই হোপ। ৭৫ বলে ৭৫ রানের ইনিংস খেলেছেন তিনি, যেখানে তিনটি ছয় এবং ছয়টি চার ছিল তাঁর।

২৯ ওভার শেষে উইন্ডিজদের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ১৮৭ রান। উইকেটে রয়েছেন শিমরণ হেটমায়ার এবং মারলন স্যামুয়েলস।

রান বাড়িয়ে চলছে উইন্ডিজঃ

উইকেট হারিয়েও থেমে নেই সফরকারী ব্যাটসম্যানদের ব্যাটিং তান্ডব। ইতিমধ্যে ২৩ ওভার খেলেছেন তাঁরা, এক উইকেট হারিয়ে নিয়েছেন ১৪৩ রান তুলে নিয়েছেন তাঁরা।

সফরকারী ব্যাটসম্যানরা পাত্তাই দিচ্ছেন বিসিবি একাদশের বোলারদের।

উইকেটের পতনঃ

১০ ওভার পর বিসিবি একাদশের বোলারদের বিপক্ষে ঝড় তুলেছিলেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। কিন্তু ১৫তম ওভারে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর বলে সাজঘরে ফিরে গেছেন বাঁহাতি ওপেনার কিরণ পাওয়েল। বর্তমানে সফরকারীদের সংগ্রহ এক উইকেটে ১০১ রান।

ভালো শুরু উইন্ডিজদেরঃ

বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের শুরুটা দারুণ করেছে সফরকারীরা। দুই ওপেনার কাইরন পাওয়েল এবং শাই হোপের দুর্দান্ত ব্যাটিংয়ে কোন উইকেট হারায়নি তাঁরা। মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেনদের ভালভাবে সামলে নিয়ে ইতিমধ্যে ১০ ওভার পার করে দিয়েছে দুই ওপেনার।

বর্তমানে তাঁদের সংগ্রহ ৫০ রান। হোপ ২২ রান এবং পাওয়েল ২৪ রানে অপরাজিত আছেন।

টসঃ

ওয়ানডে সিরিজের মূল পর্ব শুরু হওয়ার আগে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নেয়ার মিশনে নেমেছে বাংলাদেশ এবং উইন্ডিজ। বিকেএসপির মাঠে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।

সংক্ষিপ্ত স্কোরঃ

ওয়েস্ট ইন্ডিজঃ ১৬৭/৩ (২৯ ওভার)

(স্যামুয়েলস ০*, হেটমায়ার ০*); (অপু ২/৩২)

জোড়া শিকার বাংলাদেশেরঃ

বাংলাদেশ স্কোয়াডঃ

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলি, রুবেল হোসেন, মিথুন রায়, শাহীন আলম, মেহেদি হাসান রানা ও নাজমুল ইসলাম অপু।

উইন্ডিজ স্কোয়াডঃ

রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, দেবেন্দ্র বিশু, রোস্টন চেজ, চন্দ্রপল হেমরাজ, শিমরণ হ্যাটমিয়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, কিরণ পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, সুনিল আমব্রিস ও ওশান থমাস।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ