ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

আবারও আউট আবারও উইকেট নিলো টাইগাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৬ ১১:৪৫:৩২
আবারও আউট আবারও উইকেট নিলো টাইগাররা

স্বাগতিক বোলারদের ওপর চড়াও হয়ে আরও আক্রমণাত্বক রূপ ধারণের পথে বোলিংয়ে এসে বাঁহাতি ব্যাটসম্যান পাওয়েলকে সাজঘরে ফেরান নাজমুল ইসলাম অপু। তার হাত ধরে ম্যাচে প্রথম সাফল্যের দেখা পায় স্বাগতিকরা। ইমরুল কায়েসের হাতে ধরা পড়ার আগে ৪৯ বল মোকাবেলায় ৪ চার ও ১ ছক্কায় ৪৩ রান করেন তিনি।

তার বিদায়ের পর হোপের সাথে ক্রিজে যোগ দেন ড্যারেন ব্রাভো। ক্রিজে এসে স্কোরবোর্ডে দ্রুত গতিতে রান যোগ করতে থাকলেও বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। মেহেদি হাসান রানার পঞ্চম ওভারের প্রথম বলে আকবর আলির হাতে ক্যাচ দিলে ১৫৯ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে সফরকারীদের।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬. ওভারের খেলা শেষে উইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১৫৯ রান। ৬৬ রান নিয়ে হোপ ব্যাট করছেন ব্রাভো।

স্বাগতিক বিসিবি একাদশের মধ্যে ৪ ওভার বল করে ২০ রান খরচায় অপু ও ২৯ রান খরচায় একটি উইকেট নিজের ঝুলিতে নেন রানা। তাছাড়া বাকি বোলারদের মধ্যে রুবেল ৫ ওভার বল করে ২৬ রান, মাশরাফি ৪ ওভারে ২০, শাহিন ২ ওভারে ১৮ ও সৌম্য ৫ ওভার থেকে ২৭ রান খরচ করলেও এখনো অবধি সাফল্যের দেখা পাননি।

উইন্ডিজ দলের ওয়ানডে স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আরলন স্যামুয়েলস, ডেবেন্দ্র বিশু, রোস্টন চেজ, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, কাইরন পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস এবং ওশান থমাস।

উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলি, রুবেল হোসেন, মিথুন জয়, শাহিন আলম, মেহেদি হাসান রানা এবং নাজমুল ইসলাম অপু।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ