ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

শুরুতেই উইকেট তুলে নিলে টাইগাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৬ ১০:৫৪:০৬
শুরুতেই উইকেট তুলে নিলে টাইগাররা

উদ্বোধনী জুটিতে শতরানের জুটি গড়ে সফরকারীরা যখন আরও ভয়ঙ্কর রুপ ধারণের পথে ঠিক তখন আক্রমণে এসে দলকে ব্রেক থ্রু এনে দেন বাঁহাতি স্পিনার অপু।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ প্রতিবেদন লেখার সময় ১৬ ওভারের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ১০১ রান। স্বাগতিকদের পক্ষে অপু ছাড়া এখনো পর্যন্ত রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা ও মেহেদি হাসান রানারা বল করলেও কেউ সাফল্যের মুখ দেখেননি।

উইন্ডিজ সিরিজের ওয়ানডে স্কোয়াডে থাকা জাতীয় দলের বাকি ক্রিকেটারদের মধ্যে প্রস্তুতি ম্যাচের দলে রয়েছেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, পেসার রুবেল হোসেন, আরিফুল হক ও স্পিনার নাজমুল ইসলাম অপু। যার ফলে প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ কন্ডিশনে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন জাতীয় দলের এসকল ক্রিকেটাররাও।

জাতীয় দলের একাধিক অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে গা গরমের এ ম্যাচের দলে রাখা হয়েছে তৌহিদ হৃদয়, আকবর আলি, শাহিন আলমদের মতো অনূর্ধ্ব ১৯ দলের প্রতিভাবান ও সম্ভাবনাময়ী মুখদেরও। যার ফলে সিনিয়র ক্রিকেটারদের সংস্পর্শে থেকে ম্যাচ খেলার অভিজ্ঞতাও হতে যাচ্ছে এসকল ক্রিকেটারদের।

উইন্ডিজ দলের ওয়ানডে স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আরলন স্যামুয়েলস, ডেবেন্দ্র বিশু, রোস্টন চেজ, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, কাইরন পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস এবং ওশান থমাস।

উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলি, রুবেল হোসেন, মিথুন জয়, শাহিন আলম, মেহেদি হাসান রানা এবং নাজমুল ইসলাম অপু।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ