ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

আজহার-শফিকের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বড় লিড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৫ ২০:১৩:০৫
আজহার-শফিকের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বড় লিড

প্রথম ইনিংসে ২৭৪ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড তারা দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ২৬ রান করে তৃতীয় দিন শেষ করেছে। নিউজিল্যান্ডের হয়ে কেন উইলিয়ামসন ১৪ ও সোমারভিলে ১ রান করে অপরাজিত আছেন।

এদিকে, তৃতীয় দিনের শুরু থেকেই দারুণ ব্যাট করে পাকিস্তানকে বড় লিডের স্বপ্ন দেখান আজহার ও শফিক। চতুর্থ উইকেটে ২০১ রানের জুটি গড়েছেন দুজনে। এরপর আজহার আলীকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সোমারভিলে।

তাঁর ব্যাট থেকে এসেছে ১৩৪ রান। আজহার ফিরে যাওয়ার পরই শুরু হয় ব্যাটসম্যানদের আসা যাওয়া। দলটি তাদের শেষ ৬ উইকেট হারিয়েছে মাত্র ৪৪ রানের মধ্যে। ফলে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ৩৪৮ রানে।

নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল বোলার অভিষিক্ত অফস্পিনার উইলিয়াম সোমারভিলে। তিনি ৭৫ রানে নিয়েছেন ৪টি উইকেট। ২টি উইকেট নিয়েছেন আজাজ প্যাটেল ও ট্রেন্ট বোল্ট। বাকি ১টি উইকেট গেছে সাউদির ঝুলিতে।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। তারা দলীয় ১ রানেই ওপেনার জিৎ রাভালের উইকেট হারায়। তিনি রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন শাহীন আফ্রিদির শিকার হয়ে।

১০ রান করা আরেক ওপেনার টম লাথামকে আউট করেছেন পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ। এখনও নিউজিল্যান্ডের ভরসা হয়ে দাঁড়িয়ে আছেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

সংক্ষিপ্ত স্কোরঃ

নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ ১১৬.১ ওভারে ২৭৪/১০ (উইলিয়ামসন ৮৯, রাভাল ৪৫, ওয়াটলিং ৭৭*, গ্র্যান্ডহোম ২০, ; ইয়াসির ৩/৭৫, বিলাল ৫/৬৫ ও হাসান ১/৫৮ ও আফ্রিদি ১/৫২)।

পাকিস্তান প্রথম ইনিংসঃ ১৩৫ ওভারে ৩৪৮/১০ (আজহার ১৩৪, হারিস ৩৪, সরফরাজ ২৫ ও শফিক ১০৪; সাউদি ১/৫৬, সোমার ভিলে ৪/৭৫, আজাজ ২/১০০ ও ট্রেন্ট বোল্ট ২/৬৬)

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ১৪ ওভারে ২৬/২ (লাথাম ১০, উইলিয়ামসন ১৪* ও সোমারভিলে ১*; আফ্রিদি ১/১১ ও ইয়াসির ১/৫)

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ