সব উইকেট নিল পেসাররা

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এ দিন টস জিতে মধ্যাঞ্চলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পূর্বাঞ্চলের অধিনায়ক ফরহাদ রেজা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়েও হয়নি মধ্যাঞ্চলের। দলীয় ৩৮ রানেই প্রথম উইকেট হারায় তাঁরা।
প্রথম আঘাতটি হানেন রেজা, ১৪ করা রাকিন আহমেদকে উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অংকনের হাতে ক্যাচ বানিয়েছেন তিনি। একই ওভারে জোড়া আঘাতে শূন্য রানে ফিরিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মার্শাল আইয়ুবকে।
উইকেটে থিতু হওয়ার চেষ্টায় থাকা ওপেনার পিনাক ঘোষকে ২১ রানে ফিরিয়েছেন পেসার আবু জায়েদ রাহি। তিন উইকেটে ৪৬ রান নিয়ে দিনের প্রথম সেশন শেষ করেছিল মধ্যাঞ্চল, উইকেটে ছিলেন অধিনায়ক শুভাগত হোম এবং আব্দুল মজিদ।
মধ্যাহ্ন বিরতি শেষ ফিরেই পটাপট দুই উইকেট হারিয়ে ফেলে তাঁরা। ৭ রান নেয়া মজিদ আউট হয়েছেন পেসার ইফরান হোসেনের বলে এবং ফরহাদ রেজা তুলে নিয়েছেন শুভাগত হোমের (৯) উইকেট। পাঁচ উইকেট যাওয়ার পর দলের ভিত হতে চেয়েছিলেন তাইবুর এবং জাকির। কিন্তু ১৪ রান তুলতেই আবু জায়েদ রাহির বলে ফিরে যান তাইবুর।
এরপর জাকিরের সাথে জুটি গড়তে মাঠে নামেন শরিফুল্লাহ। ব্যাট চালিয়ে দ্রুত রান তোলার দায়িত্ব নেন তিনি। শেষ পর্যন্ত বেশীক্ষণ থাকা হয়নি তাঁর। ২৪ বলে তিন চারে ২৩ রান করে ফরহাদ রেজার বলে আউট হয়েছেন তিনিও।
কিন্তু এক প্রান্ত আগলে রেখে দ্বিতীয় সেশন শেষ করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলি। সাত উইকেটে ১১৮ রান নিয়ে দ্বিতীয় সেশনও কোন মতে পার করে মধ্যাঞ্চল। চা বিরতি থেকে ফিরেই চোখের পলকে শেষ হয়ে গেল মধ্যাঞ্চলের প্রথম ইনিংস।
ওভার হ্যাট্রিক করে শেষের তিন উইকেট তুলে নেন ফারহাদ রেজা। ১১৮ রানেই থেমে যায় তাঁদের ইনিংস। ২০ রান নিয়ে একপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন জাকের আলি। ৩২ রানে সাত উইকেট নিয়েছেন রেজা।
প্রথম দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমেছে পূর্বাঞ্চল। ওপেনার রনি তালুকদারকে হারিয়েছে তাঁরা, শাহাদাতের বলে বোল্ড হয়েছেন তিনি। ১৪ ওভার খেলে ৩৭ রানে এক উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছেন পূর্বাঞ্চল। উইকেটে রয়েছেন শামসুর রহমান শুভ (৯*) এবং মাহমুদুল হাসান (৯*)।
উল্লেখ্য, বিসিএলের এই ম্যাচের প্রথম দিনে হারানো এগারটি উইকেটই পেয়েছেন পেসাররা।
সংক্ষিপ্ত স্কোরঃ
টসঃ পূর্বাঞ্চল
মধ্যাঞ্চল প্রথম ইনিংসঃ ১১৮ অলআউট (৫৫ ওভার); (জাকের ২০*, শরিফুল্লাহ ২৩; ফরহাদ রেজা ৭/৩২, আবু জায়েদ ২/৩৩)
পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ৩৭/১ (১৪ ওভার); (শামসুর রহমান ৯*, মাহমুদুল হাসান ৯*; শাহাদাত ১/২৫)
মধ্যাঞ্চল একাদশঃ
রাকিন আহমেদ, পিনাক ঘোষ, আব্দুল মজিদ, মার্শাল আইয়ুব, শুভাগত হোম (অধিনায়ক), তাইবুর রহমান, জাকির আলি, শরিফুল্লাহ, সালাউদ্দিন শাকিল, শাহিদুল ইসলাম, শাহাদাত হোসেন।
পূর্বাঞ্চল একাদশঃ
রনি তালুকদার, শামসুর রহমান শুভ, মাহমুদুল হাসান, ইরফান হোসেন, হাসান মাহমুদ, আবু জায়েদ, তাসামুল হক, মাহিদুল ইসলাম অংকন, ফরহাদ রেজা (অধিনায়ক), এনামুল হক জুনিয়র, মোহাম্মদ আশরাফুল।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভারত বনাম বাংলাদেশ: সম্ভাব্য একাদশ, পরিসংখ্যান ও সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচ
- শেষ হলো আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার ম্যাচ
- ব্রাজিল বনাম কলম্বিয়া: হাইভোল্টেজ লড়াইয়ের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
- ম্যাচ হারার পর মুস্তাফিজকে নেয়ার বিষয়ে যা বললেন কলকাতার অধিনায়ক রাহানে
- অ্যাম্বুলেন্স চালকের অছিলায় বাঁচলো তামিমের জীবন
- নেশনস লিগ: শেষ হলো ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- সেহরিতে যেসব খাবার আমাদের জন্য উপকার
- উরুগুয়ে বনাম আর্জেন্টিনা: লাইভ স্ট্রিম, টিভি, দলীয় খবর ও সেরা একাদশ
- শেয়ারবাজারের নতুন নিয়ম করলো বিএসইসি
- সেনাসদরের সাফ বক্তব্য: হাসনাতের "রাজনৈতিক ষড়যন্ত্র" সম্পর্কে স্পষ্টতা
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (২১ মার্চ ২০২৫)
- মুখ দিয়ে ফেনা, ছিল না পালস, মৃত্যুর মুখ থেকে যেভাবে ফিরে এলেন তামিম
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৯ মার্চ ২০২৫)
- তামিমের আজ এই অবস্থার জন্য দায়ি বিসিবি