ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

জনের বাচ্চা, মানুষ আমাকে এখন জ্বালিয়ে মারবে

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৫ ১৪:৫০:৪৯
জনের বাচ্চা, মানুষ আমাকে এখন জ্বালিয়ে মারবে

জন ফেসবুক আইডিতে মিথিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সোমবার। ছবির ক্যাপশনে জন শুধুই লিখেছেন একটি শব্দ- ‘কনটেন্ট’। পাশে একটি হাসির ইমো। তাদের ঘনিষ্ঠ ছবিটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। নতুন করেই শুরু হয়েছে তাদের প্রেমের গুঞ্জন।

ছবিটি শুধু জন কবিরের ওয়াল থেকেই শেয়ার হয়েছে সাড়ে তিন হাজারের বেশিবার। মন্তব্য এসেছে ১৬০০। ছবিটা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছেন মিথিলা।

ছবিটির নিচে জন কবিরের উদ্দেশ্যে মিথিলা লিখেছেন, ‘জনের বাচ্চা। মানুষ আমাকে এখন জ্বালিয়ে মারবে! কনটেন্টের এমনিতেই অভাব নাই দুনিয়াতে!’

এর উত্তরে সুরকার ফুয়াদ আল মুক্তাদির লিখেছেন, ‘মানুষের দোষ দিস না। জন কবিরের দোষ!’ ছবিটি প্রকাশের পর জন কবির-মিথিলার সম্পর্ক নিয়ে অনেকে বিদ্রুপাত্মক মন্তব্য করছেন। যার উত্তরে জন কবির মন্তব্য করেছেন, ‘সামাজিক মাধ্যমে আমাদের সমাজের অবস্থার প্রতিফলন। সুত্রঃ বিডি প্রতিদিন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে