ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

টেবিলে কাফনে ঢাকা সন্তান, অন্যজনকে বুকে ধরে বাবা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৫ ১৪:২৭:১৬
টেবিলে কাফনে ঢাকা সন্তান, অন্যজনকে বুকে ধরে বাবা

বাসার ভেতরে এখনো ঢুকতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বাসার ভেতরে ধারালো দা হাতে বসে আছেন শিশুটির বাবা নুরুজ্জামান কাজল। কাজল মাদকাসক্ত বলে জানা গেছে। তিনিই কাউকে ঢুকতে দিচ্ছেন না।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ‘বাড়িটি ঘিরে রাখা হয়েছে। পুলিশ ঢোকার চেষ্টা করলে ধারালো অস্ত্র নিয়ে তিনি এগিয়ে আসছেন। এছাড়া তার আরেক সন্তানকে অস্ত্র হাতে জড়িয়ে ধরে রেখেছে। ফলে সাবধানতার সঙ্গে বিষয়টি দেখতে হচ্ছে।’

কাজলের ভাই নুরুল হুদা উজ্জ্বল বলেন, কাজলের দুই সন্তান। একজন সাফায়েত, তার বড় আরেকজন আছে সুরায়েত। আমরা সাফায়েতের মৃত্যুর সংবাদ শুনে ঘটনাস্থলে এসেছি। সকালে ঢুকতে গিয়েও পারিনি।

র‍্যাব-২ এর উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, আমরা কাজলের দোতলার বাসায় ঢোকার চেষ্টা করেও পারিনি। তিনি এক সন্তানকে বুকে জড়িয়ে রেখেছেন। হাতে তার দা। আরেক সন্তানকে কাফনের কাপড় পরিয়ে টেবিলের ওপর রেখেছেন। ভেতরে হুজুরের মতো একজনও দেখতে পেলাম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে