ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

বয়সের সাথে পেরে উঠছেন না গেইল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৪ ২২:১৭:৪৮
বয়সের সাথে পেরে উঠছেন না গেইল

টি-টেন লীগ শেষে আবারও দক্ষিণ আফ্রিকা গিয়েছেন এমজানসি লীগে অংশ নিতে। টানা ভ্রমণ কান্তির কারণে শেষে আবারও মাঠে নেমে পারফর্ম করা এই বয়সে তাঁর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই ভবিষ্যতে বিষয়গুলোকে আরও সহজ করতে চান গেইল।

'ব্যক্তিগত ভাবে আমি মনে করি, ভবিষ্যতে আমি বিষয় গুলোকে আরও সহজ রাখার চেষ্টা করব। সত্যি বলতে এই বয়সে এটা সহজ কাজ নয় আসলে। আপনি ফ্লাইটে উঠবেন আবার ক্রিকেট মাঠে নেমে পড়বেন আবার আরেক জায়গায় খেলতে চলে যাবেন।

এক ভাবে না আরেক ভাবে বিষয়গুলো আমি মানিয়ে চলি। আমার ফিটনেস টিমের সবাই বিষয়গুলোর ব্যাপারে সচেতন। তাঁরা সর্বাত্মক চেষ্টা করে সবসময় আমাকে পূর্ণভাবে প্রস্তুত করার যেন মাঠে আমি আমার সেরাটা দিতে পারি।'

বিগত কয়েক বছর ধরে এভাবেই হয়ে আসছে। এদিকে এতো বছর ক্রিকেট খেলার পর এখন আর ফর্ম নিয়ে ভাবেন না গেইল। সবখানে মানিয়ে নেয়াটাই আসল তাঁর কাছে। গেইল আরও জানান,

'যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে এটাই আসল কথা। আর ফর্ম ধরে রাখার বিষয়টি তো আছেই। যদিও এটা বড় কোন বিষয় না। এই পর্যায়ে এসে ফর্ম আমার কাছে বড় কোন বিষয় না সত্যি বলতে।'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ