ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে হঠাৎ যে সিদ্ধান্ত নিলেন হাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৪ ২২:০০:৪৫
ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে হঠাৎ যে সিদ্ধান্ত নিলেন হাফিজ

মূলত সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতেই টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০০৩ সালে টেস্টে পাকিস্তানের জার্সি গায়ে অভিষেক হয় হাফিজের।

এরপর খেলে ফেলেছেন ৫৫টি টেস্ট ম্যাচ। ব্যাট হাতে ৩ হাজার ৬৪৪ রান নেয়ার সাথে স্পিন বোলিংয়ে নিয়েছে ৫৩ টি উইকেট। দীর্ঘ দিন ধরেই পাকিস্তান দলে ব্রাত্য ছিলেন হাফিজ।

চলতি বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে টেস্ট দলে ফিরেন। ফিরেই দারুণ এক সেঞ্চুরিতে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন। গত দুই বছরে পাকিস্তান ঘরে এবং বাইরে মিলে খেলেছে ১৭টি টেস্ট।

তবে দীর্ঘ সময় পাকিস্তান দলে জায়গা হয়নি তাঁর। এর আগে ২০১৬ সালের আগস্টে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলেছিলেন হাফিজ। এদিকে, চলতি আবুধাবি টেস্টে ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।

প্রথম ইনিংসে ব্যাট হাতে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। এখন দেখার বিষয় দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দারুণ পারফর্মেন্স করে বিদায়টা স্মরণীয় করে রাখতে পারেন কি না।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ