ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

সবাইকে চমকে দিয়ে অবশেষে আইপিএলে যে দলের হয়ে খেলবে লিটন দাস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৪ ২১:২৮:৫৭
সবাইকে চমকে দিয়ে অবশেষে আইপিএলে যে দলের হয়ে খেলবে লিটন দাস

ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটের সবথেকে বড় আসর ধরা হয় আইপিএলকে। সেই আইপিএলের পরবর্তী আসর মাঠে গড়াবে এখনো মাস চারেক পর। তবে এরই মধ্যে নিজেদের দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে টুর্নামেন্টের ফ্র‍্যাঞ্চাইজিগুলা।

লিগের বেঁধে দেওয়া সময় অনুযায়ী গত ১৫ নভেম্বর ছেড়ে দিতেও হয়েছে অনেক ক্রিকেটারকে। তাইতো নতুন ক্রিকেটার দলে অন্তর্ভুক্তি জন্যও চলছে যাচাই-বাছাইয়ের কাজ। সেখানেই এবার কিংস ইলেভন পাঞ্জাবে দলের ভাবনাতে বেশ ভালোভাবেই আছেন লিটন।

দলটিতে গত আসরে গেইলের সাথে ওপেন করতে দেখা গেছে ইনফর্ম ব্যাটসম্যান লোকেশ রাহুলকে। অনিয়মিত ওপেনার হিসেবে ছিলেন মায়াঙ্ক আগারওয়াল। ক্যারিবিয়ান ব্যাটিং দানবের বয়স ছুঁয়েছে চল্লিশ। এরইমধ্যে তার পারফরম্যান্সও নামতে শুরু করেছে নিচের দিকে। সেই সাথে দলে আছে একজন ভালোমানের উইকেটরক্ষকের আকাল।

তাইতো ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ‘ক্রিকট্রাকার’ বলছে, এই দুয়ে মিলে বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসের কথা চিন্তা করতে পারে দলটি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কিংস ইলেভেন পাঞ্জাবে নিয়মিত কোনও উইকেট কিপার-ব্যাটসম্যান নেই। যার প্রভাব গত আসরেও পড়েছে দলের উপর। একই সাথে ওপেনিংয়ে গেইলের পড়তি ফর্মের জন্য সেখানে টানতে হবে আলাদা এক ক্রিকেটারকে, যার জন্যই বিকল্প ভাবনাতে বেশ ভালোভাবেই আছেন লিটন দাস।

গেইলের মত লিটন হয়তো এতটা আগ্রাসীভাবে ব্যাট চালিয়ে খেলতে পারবে না। তবে সে ধারাবাহিক খেলা দেখাতে পারবে। উইকেটরক্ষক হিসেবেও সে মান সম্মত। তবে শুধু পাঞ্জাবই নয়, আরো দুটি ফ্র্যাঞ্চাইজি লিটনের কথা ভাবতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদটিনে। দল দুটি হল, ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির র‍য়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ