ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

ভিকারুননিসার প্রভাতী শাখার প্রধান শিক্ষক যে শাস্তি পেলো

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৪ ২০:৩২:৪৮
ভিকারুননিসার প্রভাতী শাখার প্রধান শিক্ষক যে শাস্তি পেলো

গতকাল সোমবার রাজধানীর শান্তিনগরের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অরিত্রি অধিকারী। এ ঘটনার জন্য শিক্ষক জিন্নাত আরা দায়ী-এমন অভিযোগে আজ সকাল থেকেই বিক্ষোভ করছেন অরিত্রির সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা। এই আন্দোলনের মধ্যে সংবাদ মাধ্যমের সামনে ক্ষমা চান স্কুলটির প্রিন্সিপাল নাজনীন ফেরদৌস।

সাংবাদিকদের নাজনীন ফেরদৌস বলেন, আজ দুপুর আড়াইটার দিকে জিন্নার আরাকে সায়িমক বরখাস্তের কথা জানান স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান আশরাফ তালুকদার। সিদ্ধান্ত অনুযায়ী, তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত জিন্নাত আরাকে স্কুলের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে স্কুলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা জিন্নার আরাকে স্থায়ী বরখাস্তের দাবি বিক্ষোভ করছে। একইসঙ্গে স্কুলের প্রিন্সিপালকেও বরখাস্ত করার দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে তারা। সকালে পরীক্ষা শেষে বেরিয়ে স্কুল চত্বরেই বিক্ষোভ শুরু করে তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবকরাও। অরিত্রির আত্মহত্যার বিচার চেয়ে বিভিন্ন রকম প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছে তারা। সুত্রঃ আমাদের সময়

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে