ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

ইসিতে ২৩৪ মনোনয়নপ্রার্থীর আপিল

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৪ ১৯:৫১:৩৭
ইসিতে ২৩৪ মনোনয়নপ্রার্থীর আপিল

আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে কমিশন। এরপরও কারও প্রার্থিতা বাতিল বা বহাল থাকলে তারা উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন।

বিলখেলাপি, ঋণখেলাপি, এক শতাংশ ভোটার না থাকা, লাভজনক পদে থাকা, হলফনামায় স্বাক্ষর না থাকা, আয়কর রিটার্ন দাখিল না করা, দণ্ডপ্রাপ্তি, স্বাক্ষর জটিলতাসহ নানা কারণে রেকর্ডসংখ্যক প্রার্থীর প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা।

এবার সারা দেশে ৭৮৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে বিএনপির ১৪১ জন প্রার্থী রয়েছে। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বাদের তালিকায়।

এর আগে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ৫৫৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল। একাদশ সংসদ নির্বাচনে রেকর্ডসংখ্যক প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এবার সব দলের মোট ৩০৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল।

প্রসঙ্গত, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর, আর নির্বাচনী প্রচারের শেষ দিন ২৮ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে