ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

মালয়েশিয়ায় বিস্ফোরণে নিহত ৩, আহত ২৪

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৪ ১৭:৪৮:৩৫
মালয়েশিয়ায় বিস্ফোরণে নিহত ৩, আহত ২৪

দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা বলছে, গ্যাস ট্যাংকের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সারাওয়াক প্রদেশের রাজদানী কুচিংয়ের অগ্নি-নির্বাপন ও উদ্ধার বিভাগের প্রধান ওয়ান আব্দুল মুবিন ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেন, ফার সার্ভিসের অফিসে একটি জরুরি টেলিফোন কল পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান।

তিনি বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ৩৯ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে। চলতি বছরে এই প্রদেশে এটি সবচেয়ে মর্মান্তিক ঘটনা। তবে এটি বোমার বিস্ফোরণ নয়।

আব্দুল মুবিন বলেন, আমরা তিনজনের মরদেহ উদ্ধার করেছি। এছাড়া বিস্ফোরণস্থল থেকে আরো ২৪ জনকে আহত অবস্থায় উদ্ধারের পর স্থানীয় একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, শপিং মলের নিচ তলার একটি স্টোরের কাছে বিস্ফোরণ ঘটেছে; যেখানে সংস্কার কাজ চলছিল।

৩৯ বছর বয়সী জর্জ স্টিং বলেন, আমি একটি পিৎজা কেনার জন্য দোকানের সামনে ছিলাম। এসময় হঠাৎ ওই বিস্ফোরণ ঘটে। দোকানের কর্মচারীরা দ্রুত বেরিয়ে আসেন। তবে তাদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে