ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মন্ত্রীর সিনেমায় মন্ত্রী

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৪ ১৬:৪২:১৯
মন্ত্রীর সিনেমায় মন্ত্রী

সম্প্রতি বেশ ঘটা করে এর মহরত হয়ে গেল। সেখানে জানানো হলো ছবিটিতে অভিনয় করবেন ফেরদৌস ও পূর্ণিমা। আরও দেখা যাবে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।

এবারে জানা গেল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গল্পের এই ছবিতে অভিনয় করবেন সংস্কৃতিমন্ত্রী ও নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর। এই ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে এই কিংবদন্তি অভিনেতাকে।

এ প্রসঙ্গে আসাদুজ্জামান নূর একটি অনুষ্ঠানে রসিকতা করে বলেন, ‘এই ছবিতে আমি অতিথি চরিত্রে অভিনয় করবো। আসলে এখানে আমার তেমন কিছুই করার নাই। একজন রাজনৈতিক নেতার চরিত্রে হাজির হবো। ফলে আমার আর অভিনয় করার কিছু নাই। এই চরিত্র তো জীবন থেকেই নেওয়া।’

এ বিষয়ে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল জানান, ‘আসাদুজ্জামান নূরের দৃশ্যধারণের মধ্য দিয়েই শুরু হবে ‘গাঙচিল’ ছবির কাজ। সপ্তাহখানেকের মধ্যে যেকোনো একদিন সিনেমার শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন ‘বাকের ভাই’খ্যাত অভিনেতা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে