ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

ভোটে জিতে এমপি হয়ে যে সকল কাজ করতে চান মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৪ ১৫:৫৭:১০
ভোটে জিতে এমপি হয়ে যে সকল কাজ করতে চান মাশরাফি

তবে কি একজন ক্রিকেটার হিসেবে দেশের ক্রিকেটের উন্নয়নে সাংসদ মাশরাফির কোনো ভূমিকা থাকবে না? তার সামনে স্ববিস্তরে প্রশ্ন করা হয়, আপনি এখন ক্রিকেটার মাশরাফি, অধিনায়ক মাশরাফি। দুদিন পর যদি সাংসদ মাশরাফি হন তাহলে নড়াইলবাসীর পাশাপাশি ক্রিকেটের উন্নয়নে আপনি কি করতে চান এবং আপনার ভূমিকা কি হবে? বাংলাদেশের ক্রিকেটে রীতি হলো সরকারি দলের সাংসদ এবং মন্ত্রীদের কয়েকজন ক্রিকেট বোর্ড ব্যবস্থাপনায় থাকেন। এখন যেমন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন, নাইমুর রহমান দুর্জয়সহ বেশ কয়েকজন বোর্ডে আছেন। আপনি সাংসদ নির্বাচিত হলে বোর্ডে আপনার কি ভূমিকা থাকবে?

মাশরাফির উত্তর, ‘আগে নির্বাচন হোক। আমি যদি জিততে পারি, এটা তারপরের কথা। আগে নির্বাচন, তারপর জয়ী হওয়া। এরপর বোর্ড ব্যবস্থাপনা কিংবা ক্রিকেট উন্নয়নে কাজ করার প্রসঙ্গ। তবে হ্যাঁ, আমি চেষ্টা করবো ক্রিকেটে উন্নয়নে কাজ করার, সুযোগ পেলে ক্রিকেটের উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করবো।’

এসময় মাশরাফি জানান এখনো পর্যন্ত তার মনোযোগ পুরোটাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের দিকেই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেই নির্বাচন সংক্রান্ত ভাবনা। সিরিজ শেষ করেই নিজের নির্বাচনী এলাকা নড়াইলে যাবেন মাশরাফি।

তিনি বলেন, ‘আমার কাছে অন্য আট-দশটা সিরিজ যেমন ছিল এটাও ঠিক তেমনি আছে। আমার ফুল ফোকাস ক্রিকেটেই আছে। ১৪ তারিখ শেষ ওয়ানডে খেলার পরেই নির্বাচনের চিন্তা। আমি এখনো এলাকাতেই যাইনি। নড়াইলবাসীর উপর নির্ভর করছে আমার জেতা-হারার বিষয়টি। আমার মন ক্রিকেটেই স্থির হয়ে আছে ১৪ তারিখ পর্যন্ত। আগে খেলা শেষ হোক, তারপরে আমি হয়তো এলাকায় (নড়াইল) যাবো।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ