আপিল নিষ্পত্তি নিয়ে যা বললেন কমিশনার মাহবুব তালুকদার
আপিল নিষ্পত্তির বিষয়ে ‘ব্যক্তিগত কোনো অভিমত আমার নেই’ জানিয়ে এই কমিশনার বলেন, ‘আমরা অবশ্যই ন্যায় বিচার প্রত্যাশী। তবে আমরা যা কিছুই করব, আইনানুগভাবে আমাদের করতে হবে। কারো প্রতি পক্ষপাতিত্ব আমরা অবশ্যই দেখাব না। প্রতিটি কেসের মেরিট আমরা দেখব এবং আমি মনে করি,নির্বাচন কমিশন সব ব্যাপারেই এখন নিরেপক্ষ ভূমিকা রাখবে।’
উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে, প্রার্থীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহবুব তালুকদার বলেন, ‘এটার ব্যাপারে এককভাবে এই মুহূর্তে আমার কোনো বক্তব্য দেওয়ার কথা না। তাদের যে অভিযোগ এখানে করে তো লাভ হবে না। শুনানিতে তারা তাদের অভিযোগগুলো উপস্থাপন করতে পারবেন। তখন আমরা তাদের অভিযোগ সম্পর্কে অভিহিত হবো।’
দুই পক্ষই বলে যাচ্ছে জাতীয় ঐক্যজোট ও বিএনপি বলেছে নির্বাচনী পরিবেশ নেই। আপনারা নির্বাচনী পরিবেশ কতটা দেখতে পাচ্ছেন-সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই ধরনের প্রশ্নের উত্তর আজকের এইখানে দেওয়ার অবস্থায় নেই আমি। কারণ হলো নির্বাচনী পরিবেশ আছে কি নেই, এটা যদি দুই পক্ষই বলে তো আমরা এখন কী বলব এই ব্যাপারে। এটা পরবর্তী সময়ে আলাপ আলোচনা করে আমরা দেখতে পারি, নির্বাচনী পরিবেশ আছে কি নেই। এই মুহূর্তে আছে কিংবা নেই এর কোনোটা বলার জন্য আমি প্রস্তুত নই।’
যে সব কারণ দেখিয়ে প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে, ইসিতে এসে ওই প্রার্থী কিছুটা ফ্লেক্সিবিলিটি পাবে কি না-এমন প্রশ্নের উত্তরে কমিশনার বলেন, ‘এই বিষয়টা তো আমি বলেছি, যাদের যা কিছুই অভিযোগ আছে, তারা সেই অভিযোগগুলো এইখানে লিপিবদ্ধ করে আমাদের এইখানে দেবেন, তারপরে তাদের এই প্রত্যোকটি অভিযোগের বিষয়ে শুনানি করব। শুনানি করে আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিব।’
মাহাবুব তালুকদার আরও বলেন, ‘আমার কথা হলো এইগুলো অভিযোগের প্রশ্নের উত্তর আমি এই মুহূর্তে দিতে পারি না। এই মুহূর্তে আমি এইটার জন্য প্রস্তুত না। আমি কেবল এখানে দেখতে আাসছি যারা অভিযোগপত্র আমাদের এইখানে জমা দিতে এসেছে, তাদের কোনো অভিযোগ আছে কি না জমা দেওয়ার ব্যাপারে কোনো অসুবিধা হচ্ছে কি না। আমি সেগুলো কেবল দেখতে এসেছি।’
ন্যায় বিচারের পক্ষে ইসি স্বচ্ছ থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কখনো এই কথা বলব না, ন্যায় বিচারের পক্ষে স্বচ্ছ থাকব না। এটা কখনো বলব না। ন্যায় বিচারের ব্যাপারটা তো আপেক্ষিক। এটার কোনো উত্তর এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব না। একটা ন্যায়বিচার একটা পর্যায়ে গিয়ে তিনি হয়তো দণ্ডপ্রাপ্ত হন, পরবর্তী পর্যায়ে দেখা গেল তার দণ্ডপ্রাপ্ত মওকুফ করা হলো। সুতরাং এটা তো একটা আপেক্ষিক বিষয়। কোনটা ন্যায়বিচার আর কোনটা ন্যায়বিচার নয়, এটার তো আমি বিচারক নই।’সুত্রঃ আমাদের সময়
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিএল নিলাম: ২কোটি ৭০লাখ রুপিতে যে দলে সাকিব, দেখেনিন মুস্তাফিজ ও তাসকিনের অবস্থান
- দেশে টাকা পাঠানোর উত্তম সময়: সৌদি রিয়াল রেটের অবিশ্বাস্য লাফ, দেখেনিন আজকের রেট কত
- সৌদি রিয়াল রেটের বিশাল পতন, দেখেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: আইপিএল নিলামে ঝড় তুললেন নাহিদ রানা
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- IPL 2025 Auction: ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন মুস্তাফিজের অবস্থান
- আজকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে পাল্টে গেল বাংলাদেশের ১৮ বছরের ইতিহাস
- প্রথম দিনেই কঠিন হুঁশিয়ারি দিলেন মোস্তফা সরয়ার ফারুকী চারে দিকে উঠলো প্রশংসার ঝড়
- ৩ পরিবর্তন নিয়ে শেষ ওয়ানডে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
- অনেক দিন পর সাব্বিরের ব্যাটে চার ছক্কার ঝড়
- IPL নিলাম ২০২৫: ১ কোটিতে সাকিব ও তাসকিন, ৭৫ লক্ষ রুপিতে তানজিম সাকিব, দেখেনিন মুস্তাফিজের অবস্থান
- ব্রেকিং নিউজ: নাজমুল হোসেন শান্তকে হারালো বাংলাদেশ
- খেলার মোড় ঘোরালেন নাসুম আর ম্যাচে ম্যাচ সেরা হলেন অন্য যে ক্রিকেটার
- ব্রেকিং নিউজ: বাতিল ঘোষণা করলো আইসিসি, মুখ খুললেন সাকিব
- টি-টেন লিগে আকাশ ছোয়া মুল্যে দল পেলেন সৌম্য সরকার, দেখেনিন যে দলের হয়ে খেলবেন