ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

আমি শচীনও না, ম্যাকগ্রাও না : মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৪ ১৫:০১:৪২
আমি শচীনও না, ম্যাকগ্রাও না : মাশরাফি

তাই সেসব প্রশ্ন যাতে খেলার মধ্যে না আসে সেজন্য আজ সংবাদ সম্মেলনে করেছেন মাশরাফি। সেখানেই উত্তর দিয়েছেন বিভিন্ন প্রশ্নের।

সেখানেই রাজনীতিতে কেন আসা এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, আমি শচীনও না, ম্যাকগ্রাও না যে আমি অবসর নেয়ার পর মানুষ আমাকে মনে রাখবে। আমি চেয়েছিল ভালো কিছু করতে যাতে করে মানুষ আমাকে মনে রাখে। সেজন্য রাজনীতিতে আসা এবং মানুষের জন্য কাজ করা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ