ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

ইসি নিরপেক্ষভাবে কাজ করছে কি না, জানালেন ড. কামাল

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৪ ১৪:০২:৪৩
ইসি নিরপেক্ষভাবে কাজ করছে কি না, জানালেন ড. কামাল

সকাল সাড়ে ৮টায় যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) সঙ্গে বৈঠক করেন ড. কামাল। এ সময় এনডিআইয়ের কাছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসি নিরপেক্ষভাবে কাজ করছে কি না এবং নির্বাচনী পরিবেশ তুলে ধরেন গণফোরাম সভাপতি।

বৈঠকের পর ড. কামাল সাংবাদিকদের বলেন, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এক মাস নির্বাচন পেছানোর দাবি থাকলেও মাত্র সাত দিন পিছিয়েছে ইসি।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সরকারের আজ্ঞাবহ থাকার কথা নয় এবং একই সঙ্গে সরকারও নির্বাচন কমিশনকে নির্বাচন না পেছাতে আদেশ দিতে পারেন না। বৈঠকে নির্বাচনী পরিবেশসহ সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান ঐক্যফ্রন্টের এ নেতা।

গণফোরামে যোগ দেওয়া রেজা কিবরিয়া ছাড়া বৈঠকে ঐক্যফ্রন্টের শরিক দলের অন্য কোনো সদস্য উপস্থিত ছিলেন না। তবে এটি ঐক্যফ্রন্ট ও গণফোরামের পক্ষ থেকেই হয়েছে বলে জানিয়েছেন ড. কামাল।

বৈঠকে এনডিআইয়ের উপদেষ্টা জ্যাকুলিন কোরকোরান, নির্বাচন পর্যবেক্ষক নিল নিভিটিসহ পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে