ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শীর্ষ ধনী মুকেশ আম্বানি চাইলে কতদিন চালাতে পারবেন পুরো ভারতকে জেনেনিন

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৪ ০১:১৮:০৭
শীর্ষ ধনী মুকেশ আম্বানি চাইলে কতদিন চালাতে পারবেন পুরো ভারতকে জেনেনিন

কিন্তু প্রশ্ন যদি হয়, আপনার অর্থ দিয়ে নিজের দেশকে কতোদিন চালাতে পারবেন? উত্তর দিতে পারবেন কি?

ভারতের শীর্ষস্থানীয় ধনী মুকেশ আম্বানির কাছে কিন্তু এই প্রশ্নের উত্তর আছে। তিনি নিজের যে অর্থ-সম্পত্তি রয়েছে, তা দিয়ে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ জনগোষ্ঠীর দেশ ভারতের সরকারকে চালাতে পারবেন ২০ দিন।

সম্প্রতি বিশ্বের শীর্ষ ধনীদের একটি তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ। তালিকায় শীর্ষ ধনীদের ব্যক্তিগত অর্থে কতোদিন তাদের স্বদেশের সরকারি ব্যয় চালানো যাবে, তা তুলে ধরা হয়। সম্পত্তি বিবেচনায় এ তালিকায় স্থান পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ৪৯ জন ধনকুবের।

তালিকা প্রকাশের জন্য ২০১৭ সাল শেষে ধনী ব্যক্তিদের মোট সম্পত্তি হিসাব করা হয়। ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৪০ দশমিক ৩ বিলিয়ন (৪ হাজার ৩০ কোটি) মার্কিন ডলার। এ অর্থ দিয়ে ভারত সরকারকে চালানো সম্ভব ২০ দিন পর্যন্ত।

ব্লুমবার্গের এ তালিকায় ধনীদের দেশ হিসেবে ভারতের অবস্থান চীন, নেদারল্যান্ডস, ফ্রান্স, রাশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়াসহ আরও অনেক দেশের চেয়ে উপরে। ফ্রান্সের বেনার্ড আর্নল্টের মোট সম্পত্তি ৬৩ দশমিক ৫ বিলিয়ন (৬ হাজার ৩৫০ কোটি) ডলার। এ অর্থে ফ্রান্সের ব্যয় চালানো যাবে ১৫ দিন। আর চীনের শীর্ষ ধনী জ্যাক মা বিশ্বের সর্ববৃহৎ জনগোষ্ঠীর দেশকে চালাতে পারবেন ৪ দিন।

হংকংয়ের লি-কা শিংয়ের মোট সম্পত্তি ৩৪ দশমিক ৫ বিলিয়ন (৩ হাজার ৪৫০ কোটি) ডলার। এ অর্থে হংকং চলতে পারবে ১৯১ দিন। এছাড়া সাইপ্রাসের শীর্ষ ধনী জন ফ্রেডরিকসেনের অর্থে দেশটি ৪৪১ দিন চালানো সম্ভব। স্বল্প জনসংখ্যার ছোট্ট আয়তনের দেশটির ২০১৮ অর্থবছরের বাজেটে ব্যয় মাত্র ২৩ দশমিক ৬ মিলিয়ন (২ কোটি ৩৬ লাখ ডলার) ডলার, যেখানে ফ্রেডরিকসনের মোট সম্পত্তি প্রায় ১০ বিলিয়ন (১ হাজার কোটি) ডলার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে